পূর্বদেশ ডেস্ক
প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই খবরটি নিয়ে এখন তোলপাড় বিশ্ব সংবাদমাধ্যমগুলো। বিশ্বের প্রায় সবগুলো সংবাদমাধ্যম ও অনলাইন সংবাদপত্র এই খবরটিকে তাদের প্রধান শিরোনামে রেখেছে। ব্যাপক বিক্ষোভ আর ছাত্র আন্দোলনের মুখে গতকাল সোমবার পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিয়ে লাইভ করছে। তাদের শিরোনাম- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন, বিক্ষোভকারীরা তার প্রাসাদে ঢুকে পড়েছেন। বাংলাদেশ নিয়ে অনেকগুলো শিরোনাম দিয়ে লাইভ খবর করেছে বিবিসি। খবর বাংলা ট্রিবিউনের।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গের দিকে যান। কেন ভারতে গেলেন শেখ হাসিনা-এমন একটি শিরোনাম করেছে বিবিসি। তারা জানিয়েছে, মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। সেটা বজায় রেখেছেন শেখ হাসিনা।
শেখ হাসিনার পদত্যাগের খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তাদের শিরোনাম- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত, অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। খবরে বলা হয়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিও লাইভ করছে বাংলাদেশের খবর নিয়ে। তাদের শিরোনাম- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, ব্যাপক বিক্ষোভের মধ্যে সেনা অভ্যুত্থান। চলমান ছাত্র আন্দোলন ও বিক্ষোভ নিয়ে খুব বেশি খবর করতে দেখা যায়নি ভারতের গণমাধ্যমগুলোকে। তবে শেখ হাসিনার পদত্যাগের পর ইন্ডিয়া টুডেও লাইভ খবর দেখাচ্ছে। আর প্রধান হেডলাইন করেছে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমসসহ প্রায় সবগুলো সংবাদমাধ্যমগুলো।
মার্কিন বার্তা সংস্থা এপির শিরোনাম-১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও নিউজেও শেখ হাসিনার পদত্যাগের খবরটি প্রাধান্য পেয়েছে।
এছাড়া সিএনএন, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমসসহ বেশিরভাগ সংবাদমাধ্যম বাংলাদেশকে শিরোনাম করেছে।