বিশ্ব ফকির মঞ্জিলে আজিমুশ্শান মাহফিল

1

দক্ষিণ পাহাড়তলী বিশ্ব ফকির মঞ্জিলে হযরত শাহ্ ছুফী ছৈয়্যদ মতিউর রহমান (মতি ফকির) আল আশরাফী (রহ.) ৩৭ তম মহান ওরশ শরীফ উপলক্ষে এন্তেজামিয়া কমিটির পক্ষে খাদেমুল আশেকীন ডা.জয়নুল আবেদীনের পরিচালনায় আজিমুশশান নূরানি মাহফিল গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এতে তশরীফ আনেন গোমদন্ডী দরবার শরীফের মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, মাওলানা ছালেহ আহমদ আনসারী, মাওলানা আবু জাফর আশরাফী, মাওলানা হাফেজ মঈনুদ্দীন আশরাফী, মাওলানা দেলওয়ার হোসেন, মাওলানা সৈয়দ এরশাদুল আলম, গাজী জাহাঙ্গীর কবির, গাজী শহীদুল ইসলাম, গাজী ইসমাইল, সাদমান কবির, গাজী রাশেদ মো. আদনান, গাজী ইসান, গাজী রিফাত, হাজী আইয়ুব আলী, শাহজাহান সওদাগর, মূসা কোম্পানী, শাহনেওয়াজ, সেলিম ভান্ডারী, জসিম উদ্দিন, সেলিম কোম্পানি, বাবুল সর্দার, সাগর বাবুর্চি, কাওয়াল মেহেদী হাসান, কাওয়াল রফিক, মারুফ, আশেক প্রমুখ। বিজ্ঞপ্তি