ইউএই প্রতিনিধি
ফটিকছড়ির এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ১২ জুলাই সারজা আওয়ান হোটেল বলরুমে আরব আমিরাত প্রবাসী ফটিকছড়িবাসীর উদ্যোগে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এয়ারপোর্টে প্রবাসীদের নানা সমস্যার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে জানান তিনি।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সমিতির হাট ইউনিয়নের চেয়ারম্যান হারুন উর রশীদ ইমনের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মো. তৈয়ব ও কাজী লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
রাষ্ট্রদূত বলেন, আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ হয় নাই। সার্টিফিকেটধারী ও অভিজ্ঞ লোক আমিরাতে আসছেন। এবং ভিসা লাগাতে পারছেন। এ পর্যন্ত ৪৬০ জন বাংলাদেশি প্রবাসীর লাশ দেশে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সিআইপি প্রকৌশলী আবু জাফর চৌধুরী, উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, পারভেজ আলম হিরা, ইসমাইল গনি চৌধুরী, মহিউদ্দিন মহিন, আরশাদ হোসেন হিরু প্রমুখ। উদ্বোধক ছিলেন মোহাম্মদ মঈন উদ্দীন। বক্তব্য দেন মোহাম্মদ আলমগীর, কবি জাহাঙ্গীর, এস্কান্দার শওকত, জিমন খান, মোহাম্মদ সাইফু, ইলিয়াছ চৌধুরী, মহিউদ্দিন রানা, মো. তাইফু, মো. আরাফাত, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জসীম, মো. বাবর, মো. আব্বাস, মোহাম্মদ ইসমাইল, মো. ইব্রাহিম, মোহাম্মদ ইয়াকুব, মো. বাহাদূর, মো. আইয়ুব, মোহাম্মদ রাজু, মো. সোয়াইব, মো. রাসেল, মো. ফিরোজ, মো. আবু, আলী হাসান, মোহাম্মদ বেলাল প্রমুখ।