মিরসরাইয়ের বন্যাদুর্গত অঞ্চলের পানিবন্দী মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তায় দিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখা। ‘সব কিছুর ঊর্ধ্বে জীবন ও মানবতা এবং জীবন ও মানবতা রক্ষাই সর্বোচ্চ ইবাদত’। মানবতার রাষ্ট্র ব্যবস্থার রুপকার আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে ২৭ আগস্ট মিরসরাইয়ের বিভিন্ন এলাকার বন্যাদুর্গত পানিবন্দী মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাথে প্রয়োজনীয় ঔষধসামগ্রীও দেয়া হয়েছে। এসময় চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ জানায়, এ সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত চালু রাখা হবে। দেশ ও দেশের বাইরে থাকা সকল মানবিক মানুষদের প্রতি তারা এ সংকটে সার্বিকভাবে এগিয়ে আসারও আহবান জানায়। অসুস্থ মানুষের চিকিৎসার একটি ফ্রি মেডিকেল টিমও গঠন করা হয়েছে।
একইসাথে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নির্দেশনায় ফেনী, নোয়াখালী, আখাউড়া, কুমিল্লাসহ অন্যান্য সকল বন্যা কবলিত জেলার পানিবন্দী অঞ্চলেও অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য সেখানকার দায়িত্বশীল প্রতিনিধিরা কাজ করছে। নানা উদ্ধার কাজে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সাথেও দুর্গম অঞ্চলে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে। বিজ্ঞপ্তি