বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় চবির ৫ শিক্ষক

5

বিশ্বসেরা ২% বিজ্ঞানীদের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫জন শিক্ষক স্থান পেয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপে গত ১৬ সেপ্টেম্বর এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় দুটি ধাপে সেরা গবেষক নির্ধারণ করা হয়।
এর একটি হল পুরো পেশাগত জীবনের ওপর, আরেকটি শুধু এক বছরের গবেষণা কর্মের ওপর। বিজ্ঞানীর প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকগুলো বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়।
তালিকায় স্থান পাওয়া চবি’র শিক্ষকরা হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. খান তৌহিদ ওসমান, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফজলুল কাদের, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. রেজাউল আজিম এবং রসায়ন বিভাগের ড. এস এম আবে কাউসার।
প্রফেসর ড. খান তৌহিদ ওসমান, প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রফেসর ড. মো. ফজলুল কাদের এবং প্রফেসর ড. রেজাউল আজিম ইতিপূর্বে ও এ তালিকায় অর্ন্তভূক্ত হয়েছিলেন।-বিজ্ঞপ্তি