‘বিশ্বের প্রশংসিত নারী মিশেল’

47

হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে মার্কিনিদের চোখে এবছর বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা। গ্যালপ জরিপে এর আগে আমেরিকানদের কাছে টানা ১৭ বছর বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী ছিলেন হিলারি। সাবেক প্রেসিডেন্ট প্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ফার্স্টলেডি হিলারি এবার আছেন তৃতীয় অবস্থানে। দ্বিতীয়তে আছেন টেলিভিশনে টক শোর তারকা উপস্থাপক অপরাহ উইফ্রে; টানা ১৪ বছর তিনি দ্বিতীয় স্থান ধরে রাখলেও কখনো প্রথম হতে পারেননি। বিবিসি জানায়, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ শীর্ষ দশে নিজের আসন ধরে রেখেছেন। এ নিয়ে ৫০তম বারের মত তিনি শীর্ষ দশে অবস্থান করছেন।
সবচেয়ে প্রশংসিত নারী মিশেল ওবামা- ১৫ শতাংশ; অপরাহ উইনফ্রে- ৫ শতাংশ; হিলারি ক্লিনটন- ৪ শতাংশ; মেলানিয়া ট্রাম্প- ৪ শতাংশ; রানি এলিজাবেথ- ৪ শতাংশ।