বিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি

1

পূর্বদেশ ডেস্ক

বিশ্বের জনসংখ্যা দ্রুত বাড়ছে। ইউএস সেনসাস ব্যুরোর অনুমান অনুযায়ী, ২০২৫ সালের নতুন বছরের প্রথম দিনে বিশ্ব জনসংখ্যা ৮.০৯ বিলিয়নে বা ৮০৯ কোটিতে পৌঁছেছে, যা ২০২৪ সালের তুলনায় ৭১ মিলিয়ন বেশি। ২০২৪ সালে বিশ্ব জনসংখ্যা ০.৯% বেড়েছে, যদিও এই হার ২০২৩ সালের তুলনায় তা কিছুটা কম। সে বছর জনসংখ্যা বেড়েছিল ৭৫ মিলিয়ন। জানুয়ারি ২০২৫-এ, প্রতি সেকেন্ডে গড়ে ৪.২টি শিশু জন্ম নেবে এবং ২.০টি মানুষের মৃত্যু হবে বলে আশা করা হচ্ছে। খবর বাংলানিউজের।
যুক্তরাষ্ট্রেও জনসংখ্যা বাড়ছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ২.৬ মিলিয়ন বেড়ে ২০২৫ সালের জানুয়ারিতে ৩০ কোটি ৪১ লাখে পৌঁছাবে। দেশটিতে প্রতি ৯ সেকেন্ডে একজন নতুন শিশুর জন্ম এবং প্রতি ৯.৪ সেকেন্ডে একজনের মৃত্যু ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, আন্তর্জাতিক অভিবাসনের কারণে প্রতি ২৩.২ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় একজন নতুন সদস্য যোগ হবে। এই তিনটি উপাদান মিলিয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রতি ২১.২ সেকেন্ডে একজন করে বাড়বে।
২০২০-এর দশকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ৯.৭ মিলিয়ন বেড়েছে, যা ২.৯% বৃদ্ধির সমান। তবে, এটি ২০১০-এর দশকের ৭.৪% বৃদ্ধির তুলনায় অনেক কম, যা ১৯৩০-এর দশকের পর সবচেয়ে ধীর বৃদ্ধির হার।
অন্যদিকে জাতিসংঘের তথ্যের ভিত্তিতে ওয়ার্ল্ডোমিটার বলছে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৪৬ লাখ ২১ হাজার ৯৩ জন, যা বিশ্ব জনসংখ্যার ২.১৩ শতাংশ। তারা আরও জানায় বাংলাদেশে বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২ শতাংশ। এই পরিসংখ্যানগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়, বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধি ও এর প্রভাব নিয়ে।