বিশ্বসেরা সিটিকে হারিয়ে আল-হিলালের ইতিহাস

4

স্পোর্টস ডেস্ক

ক্লাব বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ম্যানচেস্টার সিটির। শেষ ষোলোতেই তারা হেরে গেল সৌদি আরবের ক্লাব আল-হিলালের কাছে, এক অভাবনীয় ৪-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচে। অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দোর গোলেই লেখা হলো ইতিহাস। এদিকে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সও ক্লাব বিশ্বকাপে বড় চমক দেখিয়েছে।
ইউরোপের অন্যতম শক্তিশালী দল ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটিকে হারানো সৌদি ক্লাব আল-হিলাল, শুক্রবার।