বিশ্বমানের চেম্বার গড়ার অঙ্গীকার

6

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (সিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের সাথে জুবিলি রোডের ব্যবসায়ীদের এ মতবিনিময় সভা নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় প্যানেল লিডার এস. এম. নুরুল হক বলেন, চেম্বারকে শুধু একটি সংগঠন নয়, বরং চট্টগ্রাম ও দেশের ব্যবসায়িক অগ্রগতির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বমানের চেম্বার প্রতিষ্ঠার জন্য আমরা পরিকল্পিতভাবে কাজ করতে চাই। তিনি বলেন, সকল ব্যবসায়ীর জন্য সমান সুযোগ সৃষ্টি এবং ব্যবসার পরিবেশকে আরও সহজ ও স্বচ্ছ করা হবে।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থই হবে চেম্বারের মূল লক্ষ্য। ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত নীতিতে ব্যবসায়ীদের বাস্তব সমস্যার কথা সরকারকে জানানো এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের আয় থেকে ১০ শতাংশ চট্টগ্রামের উন্নয়নে বরাদ্দ দেওয়ার দাবি জোরালোভাবে তোলা হবে।
বিশিষ্ট ব্যবসায়ী নেতা সাঈদ আল মামুনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন, মো. কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এসএম কামাল উদ্দিন, এটিএম রেজাউল করিম, আহমেদ রশিদ আমু, আহমেদ-উল আলম চৌধুরী (রাসেল), ইমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, কাজী ইমরান এফ. রহমান, মো. আবচার হোসেন, মো. আরিফ হোসেন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী ও মোহাম্মদ মুছা।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের সম্মান ও স্বার্থ রক্ষায় চেম্বারকে আরও শক্তিশালী করতে হবে। ছোট, মাঝারি ও বড় তথা সব শ্রেণির ব্যবসায়ী যেন সমান সুযোগ পান, সেটাই হবে আমাদের লক্ষ্য।
সভায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা পরিবর্তনের প্রত্যাশায় আছেন, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই তারা এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
শেষে উপস্থিত সবাই “ব্যবসায়ী বান্ধব চেম্বার গড়ার” অঙ্গীকার ব্যক্ত করে একে অপরের পাশে থাকার প্রতিশ্রæতি দেন। ১ নভেম্বর সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলে সকল ভোটারদের ভোট দেওয়ার আহবান জানান তারা। বিজ্ঞপ্তি