বিশ্বব্যাংক-এডিবি ১১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে

2

পূর্বদেশ ডেস্ক

অন্তর্বর্তী সরকার যেসব পলিসি নিচ্ছে এগুলোর ব্যাপারে আইএমএফ ও বিশ্বব্যাংক ব্যাপক সমাধান দিয়েছে বলে জানিয়েছেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি জানান, আমাদের প্রকৃত যে প্ল্যান ছিল তার থেকে অনেক বেশি টাকা আমরা আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে পাচ্ছি। অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে। খবর বাংলা ট্রিবিউনের।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় আয়োজিত অর্থ বিভাগের মাল্টিপারপাস কনফারেন্সে রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।
অর্থ সচিব আরও বলেন, এরই মধ্যে এডিবির সঙ্গে ৬০০ মিলিয়ন ডলার ঋণের নেগোসিয়েশন হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে এই অর্থ আমরা পাবো। বিশ্বব্যাংকের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের একটি ঋণ নেগোসিয়েশন হয়ে গেছে। এটিও ডিসেম্বরের মধ্যে পাবো আমরা।
তিনি বলেন, এই দুটি ঋণের প্রকৃত অঙ্ক ছিল ৩০০ ও ২৫০ মিলিয়ন ডলার। তার মানে দুটিই আমরা ডাবল ডাবল করে পাচ্ছি।