শিক্ষার্থীদের দাবির পর রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে স্বতন্ত্র যে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার, সেই বিশ্ববিদ্যালয়টির নাম ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামকরণ করার পরিকল্পনা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়ন কমিটির দুই সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে এই নাম প্রস্তাব করেন। খবর বাংলা ট্রিবিউনের
বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়ন কমিটির প্রধান ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, আমরা এই সাত কলেজ নিয়ে চিন্তা-ভাবনা করছি কয়েকদিন থেকে, এটা জরুরি অবস্থা ধারণ করেছে। আমি পরশু দিন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি, উনি আমাকে ডেকেছিলেন। এই বিষয়টি আমরা আরও ত্বরান্বিত করার চেষ্টা করছি। আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা তিনজন- অধ্যাপক তানজিমউদ্দিন খান (ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউজিসি সদস্য) এবং অধ্যাপক সাইদুর রহমান খান আমরা গিয়ে আইডিয়াটা বললাম- যে বিশ্ববিদ্যালয়টা হবে, আমরা নামও ঠিক করেছি সুন্দর। ছাত্রদের যে অবদান ছাত্রদের যে আত্মত্যাগ এটাকে স্মরণ করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়টার নাম যদি হয় জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়, তাহলে তাদের আত্মত্যাগকে সম্মান দেওয়া হবে। এটা ছাত্ররা যদি মনে করে তাদের যদি পছন্দ হয়, অবশ্যই সেই নামটা হতে পারে, আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে এই নামটাই চিন্তা করছি।
শিক্ষা উপদেষ্টা নামের বিষয়ে কিছু বলেছেন কিনা জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, নামটার যখন প্রস্তাব রাখলাম, উনিও শুনে খুব খুশি’।
রাজধানীর সরকারি সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
প্রসঙ্গত, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা করার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।