বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে সোনার আশায় ব্রাজিল

2

স্পোর্টস ডেস্ক

প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে সোনার মঞ্চে উঠেছে ব্রাজিল। সেলেসাওরা ৪-২ গোলে হারিয়েছে স্পেনকে। শনিবারের ফাইনালে সোনার লড়াইয়ে ব্রাজিল মেয়েরা মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের। সেমিতে নেমে বোর্ডে লিড নিতে ব্রাজিলের সময় লাগে মাত্র ছয় মিনিট। স্পেন গোলরক্ষক কাতা কোলের কাছে ব্যাকপাসে ডিফ্লেকশনে গোল হয়ে যায়, এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে বিরতির আগে আরেকটি গোল করেন গাবি পোর্টিলহো। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল।
নেমে তৃতীয় গোলটি করেন আদ্রিয়ান (৩-০)। স্পেন এর হয়ে ৮৫ মিনিটে প্রথম গোল শোধ করেন সালমা প্যারালুয়েলো। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে আরও একটি গোল করে ব্রাজিল। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে ফাইনালের মঞ্চে পা রাখেন ব্রাজিল।