কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ২৬ মার্চে থাকায় আগের সূচি অনুযায়ী ১৫ মার্চের পর ছিল প্রিমিয়ার লিগের বিরতি। লিগ ফেরার কথা ছিল ৫ এপ্রিল। করোনাভাইরাস আতঙ্কে বাছাইয়ের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় মাঝের সময়েও লিগের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তবে শনিবার ডাকা জরুরি সভা শেষে পেশাদার লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী জানালেন, লিগ স্থগিত নয়, বাছাইয়ের ম্যাচ স্থগিত হওয়ার সময়টা কাজে লাগানোর কথা। নতুন সূচিতে আগামী ১৯ মার্চ থেকে খেলা চলবে।