স্পোর্টস ডেস্ক
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জুনের দুই ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষণায় সবচেয়ে বড় খবর- দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। চোটের কারণে মার্চ মাসের ম্যাচগুলোতে খেলতে পারেননি মেসি। তবে এখন তিনি পুরোপুরি ফিট। যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে গোল করে ছন্দে ফেরার পর, স্বাভাবিকভাবেই দলে ফিরেছেন তিনি।
বাহিয়া ব্লাঙ্কা শহরে গত মার্চে হওয়া ভয়াবহ ঝড়ের পর শহরবাসীর প্রতি একাত্মতা জানিয়ে তৈরি করা হয়েছে একটি আবেগঘন ভিডিও। সেই ভিডিওর মাধ্যমে স্কোয়াড ঘোষণা করেন স্কালোনি। স্কোয়াডে নতুন মুখ, বাদ পড়েছেন চোটাক্রান্তরা।
আগেই একবার দলে ডাক পেলেও অভিষেক হয়নি এমন এনসো বারেনেচেয়া (ভালেন্সিয়া) আবার দলে ফিরেছেন। চোটের কারণে স্কোয়াডে নেই কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়: নিকোলাস দোমিঙ্গেস (নটিংহ্যাম ফরেস্ট), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), আলেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), ভালেন্তিন কাস্তেইয়ানোস (লাজিও)।
৫ জুন: চিলি বনাম আর্জেন্টিনা । স্থান: সান্তিয়াগো। সময়: রাত ১০টা
১০ জুন: আর্জেন্টিনা বনাম কলম্বিয়া । স্থান: বুয়েনস আইরেস (মনুমেন্তাল) । সময়: রাত ৯টা