বিশ্বকাপ বাংলাদেশে হলে দর্শক বেশি হতো: ইংল্যান্ড ক্যাপ্টেন

2

বাংলাদেশে চলতি রাজনৈতিক পরিস্থিতির কারণে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়েছে। ঘটনায় কিছুটা দুঃখ পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট। বলেছেন, বাংলাদেশে বিশ্বকাপ হলে দর্শক বেশি হতো। হেদার নাইট বলেছেন, ‘এখানে বিষয়গুলো কিছুটা ভিন্ন হতে চলেছে। বাংলাদেশে অবশ্যই অনেকবেশি দর্শক থাকত। ২০১৪ সালের বিশ্বকাপে সেখানে খেলে দেখেছি। আমাদের ম্যাচে অনেক দর্শক পেয়েছিলাম।’ ‘কেউ কেউ দর্শকদের অনেক আওয়াজে রোমাঞ্চিত হয়। ফলে আমাদের সামনে কী আসতে চলেছে, সেটি নিয়ে প্রস্তুত হতে হবে। অবশ্যই নিরাপত্তার মতো বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ‘বাংলাদেশের জন্য এটি দুঃখজনক, তারা নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে না।’