বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন কিউই অধিনায়ক

1

১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক সোফি ডেভাইন। ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ডেভাইনের।
২০০৬ সালে ক্যারিয়ার শুরু করা ৩৫ বছর বয়সী ডেভাইন বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম। অভিষেকের সময় তার বয়স ছিল মাত্র ১৭। সুজি বেটসের পর নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে খেলা ক্রিকেটার ডেভাইন। নিউজিল্যান্ড নারীদের মধ্যে সর্বকালের সেরা ওয়ানডে রান সংগ্রাহক হিসেবে চতুর্থ স্থানে ডেভাইন। ৪ হাজার রানের দোরগোড়ায় (৩৯৯০) দাঁড়ানো এই অলরাউন্ডার দ্রæতই সেরা তিনে চলে আসবেন। সুজি বেটসের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরির (৮টি) মালিক ডেভাইন।শুধু তাই নয়। বল হাতেও নিউজিল্যান্ডের নারীদের মধ্যে সর্বকালের দ্বিতীয় সেরা উইকেটশিকারি ডেভাইন। লিয়া তাহুহুর সঙ্গে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ১০০-এর বেশি উইকেটের মালিক তিনি।