স্পোর্টস ডেস্ক
গত কয়েকদিন ধরেই চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন। তারা প্রস্তুতি নিচ্ছেন ফ্লাডলাইটের আলোতেও। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তৈরি হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। এবারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ঘরের মাঠে। এখন খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতে। এই টুর্নামেন্টে কী লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ? এমন প্রশ্ন ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছে। ২০১৪ ছাড়া কখনো নারী বিশ্বকাপে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ওই আক্ষেপ ঘুচানোর মিশনের কথা জানিয়ে জ্যোতি বলেছেন, ‘প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল… অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়।’ ‘বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই।’
৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচেই হবে নিগার সুলতানা জ্যোতির শততম টি-টোয়েন্টি ম্যাচ। স্মরণীয় করে রাখার কথা বলছেন তিনি।