স্পোর্টস ডেস্ক
ভোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। তবে প্রতিশোধ নিতে খুব বেশি সময় নেয়নি ছোটরা। নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ক্যারিবীয় মেয়েদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।মালয়েশিয়ার কুয়ালালামপুরে গতকাল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ৭ ওভার কমে যাওয়া এই ম্যাচে তারা কেবল ৫৪ রান করতে পারে; ৬ উইকেট হারিয়ে। এই রান তাড়া করতে নেমে ৮.৫ ওভার লাগে বাংলাদেশের। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নিশি। সমান ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন সোবা। ২ ওভারে ৬ রান দিয়ে এক উইকেট নেন জান্নাতুল মাওয়া। রান তাড়ায় নামা বাংলাদেশ ব্যাট হাতেও দেখায় দক্ষতা। ২৮ বলে ৩ চারে ২৫ রান করে অপরাজিত থাকেন জুরাইয়া ফেরদৌস। ২৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ফাহমিদা ছোঁয়া।