ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ খেলা হয়নি সাকিব আল হাসান ও তামিম ইকবালের। দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের অনুপস্থিতিকেই সুযোগ হিসেবে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দল গঠনের জন্য জিম্বাবুয়ে সিরিজকেই কাজে লাগানোর ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
জানিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে বিশ্বকাপের দল গঠন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। যেই কথা সেই কাজ। তবে বিশ্বকাপের দল গঠনের জন্য জিম্বাবুয়ের পাশাপাশি উইন্ডিজ সিরিজকেও কাজে লাগিয়েছে বিসিবি। তাতে বিশ্বকাপের জন্য দল প্রায় গুছিয়ে এনেছে বাংলাদেশ।
সবকিছু ঠিক থাকলে কাউকে বাদ না দেওয়ার ইঙ্গিত দিয়ে মাশরাফি বলেন, ‘সৌম্য সরকার মোটামুটি থিতু হচ্ছে। ইমরুল কায়েস আছে আশপাশে। ১৬-১৭ জনের একটি দল আছে, আমার কাছে মনে হয় ওরা যদি সবাই ফিট থাকে, কোনো দুর্ঘটনা না হয়, তাহলে বেশির ভাগ ক্রিকেটারই এখান থেকে যাবে। কোনো ইনজুরি বা ফর্ম একবারে বাজে না হলে। বিশ্বকাপের আগে আছেই হয়তো আর সাতটি ওয়ানডে। খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই।’