ত্বরীকায়ে মাইজভান্ডারীয়া’র প্রবর্তক নুরুল আলম গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)-র ভ্রাতুষ্পুত্র গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.) প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবা’র বার্ষিক খোশরোজ শরীফ এবং হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী (ক.)-র প্র-পৌত্র মারজাল বাহারাইন, মাজমাউল বাহারাইন, বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এবং তাঁর জ্যেষ্ঠ কন্যা শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগমের চাহরাম শরীফ মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মিলাদ-কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মনজিল এর সাজ্জাদানশীন, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)। তিনি সকলে যাতে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে সম্মানের সাথে উদ্যাপন করতে পারে, পারস্পরিক একটি ভ্রাতৃত্ববোধের ভেতর দিয়ে, যাতে একে অপরের প্রতি সম্মানবোধের ভেতর দিয়ে, পরস্পরের মতামতের-বিশ্বাসের-শ্রদ্ধাবোধের ভেতর দিয়ে, আমরা যাতে এই বাংলাদেশকে পরিচালিত করতে পারি, যার যার প্রাপ্য অধিকার ও সম্মান যাতে যথাযথভাবে প্রত্যেকে লাভ করতে পারে তার জন্য পরম করুণাময়ের দরবারে ফরিয়াদ পেশ করেন। মিলাদ-কিয়াম-মুনাজাত শেষে তবাররকাত হিসেবে ফলারাদি এবং নেয়াজ পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি