জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু একাডেমি এবং বিভিন্ন এনজিও সংস্থার যৌথ উদ্যোগে গত ১০ মার্চ মঙ্গলবার থেকে ১৭ মার্চ মঙ্গলবার পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ মার্চ ২০২০ ইং বুধবার সকাল ১০টায় ইউনিসেফ ও কোডেক’র উদ্যোগে মহানগরীর প্রবর্তক মোড় সংলগ্ন নিষ্পাপ অটিজম স্কুলের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠানসহ আলোচনা সভার আয়োজন করা হয়। নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি এম. নাসিরুল হকের সভাপতিত্বে অনুষ্টিত বিনোদন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নার্গিস সুলতানা, ইউনিসেফ’র চাইল্ড প্রোটেকশন অফিসার ফ্লোরা জেসমিন দীপা, কোডেক’র মনিটরিং অফিসার সাবিহা সিপতী, সেন্টার ম্যানেজার টুম্পা চৌধুরী ও নিষ্পাপ অটিজম স্কুলের শম্পা চক্রবর্তী। বিজ্ঞপ্তি