নিজস্ব প্রতিবেদক
নগরীর বটতল রেলস্টেশন এলাকা থেকে আব্দুস সালাম মোল্লা নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে তিন হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল রবিবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী এলাকার মৃত আব্দুল তাহের মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আব্দুস সালাম নিয়মিত কক্সবাজার থেকে এনে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করতেন। আটকের সময় বুকে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রেখেছিলেন তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক হুমায়ুন কবির খোন্দকার জানান, কোতোয়ালি থানাধীন রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আব্দুস সালাম মোল্লাকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার আব্দুস সালামের বরাত দিয়ে তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার কামরাঙ্গিরচর সহ বিভিন্ন স্থান সরবরাহ করে আসছেন।