বিশিষ্ট ক্রীড়া ও সামাজিক সংগঠক, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ক্লাবের সাবেক সভাপতি ও সামাজিক কমিটির সদস্য সচিব মোঃ মোকতার আহমেদ (৫৯) গতকাল ১৬ জুন বিকাল ৪ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনা পজিটিভ, নিউমোনিয়া এবং টানা জ্বরে ভুগে মৃত্যুর কাছে হার মানেন সাবেক এই কৃতি ফুটবলার।
রাত ১০ টায় ৪ নং হাসিম সওদাগর জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী এবং তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-গুণগ্রাহী রেখে গেছেন। গোসাইলডাঙা যুব গোষ্ঠীর সাবেক সভাপতি মোঃ মোক্তার আহমদ এর মৃত্যুতে চট্টল ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সিজেকেএস’র সাবেক সহসভাপতি মো. হাফিজুর রহমান, ফুটবল সম্পাদক মোহাং শাহজাহান, নির্বাহী সদস্য নাসির মিয়া, সিজেকেএস কাউন্সিলর সাচিব বিকাশ বড়ুয়া (টুটুল), মশিউল আলম স্বপন, সাইফুল্লাহ্ চৌধুরী, ডা. সৈয়দ সাইফুল ইসলাম, শফিউল আলম বাদশা, কাজী জসিম উদ্দিন, সাইফুল আলম খান, সালাউদ্দিন জাহেদ, রায়হান উদ্দিন রুবেল, আজাদ রহমান, সরওয়ার আলম চৌধুরী মনি, আবু বকর সিদ্দিক, মোঃ হারুন অর রশিদ, মোঃ আরিফ আহমেদ, মোঃ আসিফ আহমেদ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।