বিশাল প্যান্ডেল তৈরিতে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা

2

সীতাকুন্ড প্রতিনিধি

দীর্ঘ কয়েক বছর মাদ্রাসায় জাঁকজমক করে মাহফিল করার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে করা সম্ভব হয়নি। তাই এবার জাঁকজমকপূর্ণ মাহফিলকে সামনে রেখে বিশাল ব্যবস্থাপনা। মাহফিলে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রায় দুই থেকে আড়াই লক্ষ মুসল্লির। মাহফিলের প্যান্ডেল নির্মাণ করতে ডেকোরেশন ভাড়াও অনেক। টাকা সাশ্রয় ও মাহফিলে আগত হুজুরের সম্মানার্থে দিনরাত পরিশ্রম করে প্যান্ডেল তৈরি করছেন মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা।
সীতাকুন্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের মদিনাতুল উলুম ইসলামিয়া দোয়াজী পাড়া মাদরাসা’র ব্যবস্থাপনায় আগামী ২৯ জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে আয়োজক কমিটিদের ধারণা প্রায় দুই থেকে আড়াই লক্ষ মুসল্লির সমাগম হবে এই ইসলামী মহাসম্মেলনে। মহাসম্মেলনকে সফল করতে প্রচার প্রচারণায় পোস্টার ব্যানারে ছেয়ে গেছে সীতাকুন্ড জুড়ে। চলছে বিশাল স্টেজ ও প্যান্ডেলের কর্মযজ্ঞ। মাহফিল পরিচালনা কমিটি বিশাল এই মহাসম্মেলন সফল করতে স্টেজ ও প্যান্ডেল নির্মাণের জন্য ডেকোরেশনের শরণাপন্ন হলে তারা তিন থেকে চার লক্ষ টাকা মজুরি ও পারিশ্রমিক দাবি করেন। কিন্তু ডেকোরেশন খরচের বিষয়টি ছাত্র ও শিক্ষকরা জানতে পারেন এবং তারা সিদ্ধান্ত নেন স্বেচ্ছায় তারা স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করবে। কোন অভিজ্ঞতা ছাড়াই মদিনাতুল উলুম ইসলামিয়া দোয়াজী পাড়া মাদরাসা’র ছাত্র-শিক্ষকরাই স্ব-প্রণোদিত হয়ে স্বেচ্ছায় শ্রমে এই বিশাল স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করছেন। এই স্টেজ ও প্যান্ডেল নির্মাণে দিনরাত পালাক্রমে কাজ করছেন ২০০ থেকে ২৫০জন ছাত্র শিক্ষক। মাহফিলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি থাকবে দুই শতাধিক স্বেচ্ছাসেবক।
স্টেজ ও প্যান্ডেল নির্মাণে দায়িত্বে থাকা মদিনাতুল উলুম ইসলামিয়া দোয়াজী পাড়া মাদ্রাসার ছাত্র আব্দুল কাদের বলেন, হুজুরের আগমন ও মাহফিলকে কেন্দ্র করে স্টেজ ও প্যান্ডেল নির্মাণের কাজ করতে পেরে নিজেকে আমরা ধন্য মনে করছি।
স্টেজ ও প্যান্ডেল নির্মাণের পরিচালনায় দায়িত্বে মদিনাতুল উলুম ইসলামিয়া দোয়াজী পাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুল আজিজ বলেন, সীতাকুন্ডের মাটিতে হুজুরের আগমন নিঃসন্দেহে এটি আনন্দের বিষয়। মাহফিলকে সফল করার জন্য মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা স্বেচ্ছায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণের কাজ করছেন। এতে আমরাও খুশি।
মদিনাতুল উলুম ইসলামিয়া দোয়াজী পাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মাহফিল ব্যবস্থাপনা কমিটির পরিচালক মাওলানা খবিরুল ইসলাম কাসেমী বলেন, ‘সীতাকুন্ডে এই প্রথম আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। মাহফিলকে কেন্দ্র করে এলাকায় জনসাধারণের মধ্যেও বাড়তি আমেজ লক্ষণীয়। মাহফিলে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশের বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। হুজুর মামুনুল হককে নিরাপত্তা দেওয়ার জন্য মাঠে শতাধিক স্বেচ্ছাসেবক দল থাকবে। বিশাল এই ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে আমরা মাদ্রাসার ছাত্র-শিক্ষারাই স্বেচ্ছায় শ্রমে স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করছেন। দ্বীন ও প্রধান মেহমানের প্রতি তাদের এই আন্তরিকতা ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। যেখানে ডেকোরেশন আমার কাছ থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা স্টেজ,প্যান্ডেল ও বিভিন্ন ব্যবস্থাপনা সাজাতে পারিশ্রমিক দাবি করছিল। সেখানে ছাত্র-শিক্ষকরা মিলে যে কাজটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞ।
মাহফিলের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবর রহমান বলেন, ইতিমধ্যে মাহফিলের স্থান পরিদর্শন করেছি। শান্তিপূর্ণভাবে যেন মাহফিলটি শেষ হতে পারে তাই আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নজর রেখে দায়িত্ব পালন করবে। একইভাবে মাহফিল চলাকালীন সময়ে মাহফিলের ভিতরে এবং বাহিরে পর্যাপ্ত পরিমাণ পুলিশ নিয়োজিত থাকবে।