দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি থিটু দ্বীপের কাছে চীনা বেসামরিক জাহাজের সংখ্যা বেড়েছে। তবে দেশটির নৌবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এতে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রকাশিত স্যাটেলাইট চিত্রের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল আলফোনসো টোরেস বলেছেন, জাহাজগুলোর এখানে আসা স্বাভাবিক। ম্যানিলা, পেন্টাগন ও বিদেশি ক‚টনীতিকরা মনে করেন, এসব জাহাজ চীনের কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে বেইজিংয়ের উপস্থিতি শক্তিশালী করার কাজ করে। সোমবার ম্যাক্সার টেকনোলজিসের তোলা ছবিতে প্রায় ৬০টি জাহাজ দেখা গেছে। এর মধ্যে কিছু থিটু দ্বীপ থেকে মাত্র দুই নটিক্যাল মাইল দূরে। ফিলিপাইনে পাগ-আসা নামে পরিচিত দ্বীপটি দক্ষিণ চীন সাগরের একটি কৌশলগত স্থান। এখান থেকে চীনা জাহাজ ও বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করে ম্যানিলা।
ফিলিপাইন নৌবাহিনীর দক্ষিণ চীন সাগর বিষয়ক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল রয় ত্রিনিদাদ বলেছেন, আমরা জাহাজগুলোর বিষয়ে অবগত আছি। এগুলোকে অবৈধ উপস্থিতি বলা যায়। তবে এতে উদ্বেগের কিছু নেই। তিনি আরও বলেছেন, প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেখানো জরুরি নয়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো নিজেদের অবস্থান বজায় রাখা।