রাঙামাটি প্রতিনিধি
পাহাড় থেকে পা পিছলে কাপ্তাই হ্রদে পড়ে যায় গোলাপী হাতির একটি শাবক। পরে হ্রদে ডুবেই মারা যায় শাবকটি। গত সোমবার রাতে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা বন বিভাগের। পরদিন মঙ্গলবার দিনভর পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহসহ বন বিভাগের লোকজন হাতি শাবকটি উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। কারণ হ্রদের পাশের টিলাতেই শাবকটির মা দাঁড়িয়ে আছে।
বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় পাহাড় থেকে হয়তো হাতির শাবকটি হ্রদে পড়ে মারা গেছে। বুধবার ভোর থেকে পুনরায় শাবকটিকে উদ্ধারে চেষ্টা করা হয়। শাবকটি উদ্ধার হলে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গোলাপী শাবকটির আনুমানিক বয়স ছয় মাস। বরুনাছড়িতে চলতি বছরের জুন মাসে দেশের প্রথম ও একমাত্র গোলাপি হাতিটির দেখা মিলে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, হাতি শাবকটির মৃতদেহ উদ্ধারে আমাদের তৎপরতা চলছে। ঘটনাস্থলে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) উপস্থিত রয়েছেন। বুধবার সকালে চট্টগ্রাম থেকে হাতি বিশেষজ্ঞ একটি টিম এতে যুক্ত হয়েছে।
তিনি বলেন, মৃত শাবকটির মা হাতি কিছুতেই অবস্থান থেকে সরছে না। গুলি করে তাড়ানোর চেষ্টা করা যেতে পারে, কিন্তু এতে হাতিটি ক্ষিপ্ত হয়ে মানুষের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই তা করা সম্ভব হচ্ছে না। মা হাতি সরলেই আমরা শাবকটির মৃতদেহ উদ্ধার করব। এরপর ময়নাতদন্ত করে মাটি চাপা দেওয়া হবে।











