ছবি ও লেখা :
এম. হায়দার আলী
নীলকান মাছরাঙা (আলসেডো মেনিন্টিং) এশিয়ার বিরল প্রজাতির পাখি। চট্টগ্রামে খুবই কম দেখা গেলেও সুন্দরবনে প্রায়ই দেখা মেলে। ফটিকছড়ির হাজারিখিলে বেশ কয়েকবার গিয়ে শুধু একবারই কিছু সময়ের জন্য মাছরাঙাটি চোখে পড়েছে। নীলকান মাছরাঙার ছবি তোলার জন্য ঢাকা ও চট্টগ্রামের বন্যপ্রাণী আলোকচিত্রীরা অনেকবার এসেও ফিরে গেছেন। এটি প্রধানত ঘন ছায়াযুক্ত বনে পাওয়া যায় যেখানে এটি ছোট স্রোতে শিকার করে। এটি গাঢ় মুকুটযুক্ত, গাঢ় রুফাস আন্ডারপার্টসসহ এবং সাধারণ কিংফিশার এর কানের স্ট্রাইপ নেই যা আরও খোলা বাসস্থানে পাওয়া যায়। এই ১৬ সেন্টিমিটার (৬.৩ ইঞ্চি) লম্বা কিংফিশারটি প্রায় সাধারণ কিংফিশার এর মতোই কিন্তু নীল কানের আবরণ, গাঢ় এবং আরও তীব্র কোবাল্ট-নীল উপরের অংশের নিচে আরও সৃদ্ধ রুফাস দ্বারা আলাদা। এদে স্বাভাবিক আবাসস্থল হল পুল বা জলধারা, ঘন চিরহরিৎ বন এবং কখনও কখনও ম্যানগ্রোভ।