বিরতির পর সিনেমার গানে ফাহমিদা নবী

1

বেশ বিরতির পর সিনেমার জন্য গাইলেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তরুণদের সঙ্গে স্টুডিওতে রেকর্ডিং ভীষণ আনন্দ দিয়েছে তাঁকে। ‘অন্তর্বর্তী’ নামে এক সিনেমায় শোনা যাবে ফাহমিদার গাওয়া নতুন এ গানটি। রাহুল কুমার দত্তের সুরে এর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘তুমি গেও গান অন্য কারও সুরে’ কথার গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম। ‘অন্তর্বর্তী’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। সিনেমার গানটি গাইতে গিয়ে ফাহমিদা নবী আহমেদ রুবেলের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েছেন। ‘আহমেদ রুবেল আমার প্রিয় অভিনেতা ছিলেন। গানটি গাইতে গিয়ে এ কথা যখন জানলাম, তখন আমার মন বিষণ্নতায় ভরে গেছে। দারুণ একজন অভিনেতা ছিলেন। সিনেমাটিতে রুবেলের কিছু ডাবিংয়ের কাজ বাকি ছিল। সেগুলো করে যেতে পারেননি’, বললেন ফাহমিদা নবী।