বিয়ের মৌসুমে কেনাকাটা করতে বললেন মিম

1

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করেছেন তিনি। ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রাজধানীর বসুন্ধরা সিটির ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড-এর একটি শোরুম উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেভেল সেভেন-এ, ব্লক-ডি, শপ নম্বর-৬ ও ৭ বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফিতা কেটে এই শোরুমের শুভ উদ্বোধন করে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এখানে প্রথম এসেছি। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা। যেহেতু সামনে বিয়ের মৌসুম চলে আসতেছে। তাই সবাই কেনাকাটা করবে আশা করছি।’ এ সময় ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, বাজুস-১ নম্বরের সহসভাপতি এম এ হান্নান আজাদ উপস্থিত ছিলেন। এদিকে স¤প্রতি বিদ্যা সিনহা মিম যুক্ত হয়েছেন ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমায়। খুব দ্রæত সিনেমাটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।