বিয়ের ক্লাব থেকে ৭ ভরি স্বর্ণালংকার চুরি

2

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার সুচিয়া গ্রীন ভিউ কনভেনশন হলে বিয়ে অনুষ্ঠান চলাকালীন বরের মায়ের হাত থেকে ৭ ভরি স্বর্ণালংকারের প্যাকেট কৌশলে কে বা কারা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার সুচিয়া গ্রীন ভিউ কনভেনশন হলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকালে রাউলিবাগের হাফেজ আহম্মদের ছেলে কাউছার আহম্মদ বিপ্লবের সাথে পূর্ব জোয়ারা এলাকার ভাড়াটিয়া প্রবাসী কে এম সালা উদ্দীনের মেয়ে সুমাইয়া সুলতানা তাসফিয়ার বিবাহ অনুষ্ঠান চলছিল। এ সময় বরের মা মমতাজ বেগম (৬০) বিয়ে অনুষ্ঠানে ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে কনভেনশন হলে অবস্থানকালীন কৌশলে কে বা কারা স্বর্ণালংকারের প্যাকেটটি চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে বিয়ের অনুষ্ঠানে তোলপাড় শুরু হয়।
কনভেনশন হলের সিসি ক্যামেরা চেক করেও চোরের সন্ধান মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার বাসিন্দা গণমাধ্যমকর্মী ওমর ফারুক।