বিয়ের কারণে ঢাকার সঙ্গে চুক্তি স্থগিত করলেন হেলস

1

স্পোর্টস ডেস্ক

আর মাত্র একদিন পরেই অনিুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগেই সরাসরি ভিত্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও আসন্ন একাদশ আসরে নেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে ফিরেছে রাজশাহী। মালিকানা বদল হওয়ার পর ‘ঢাকা ক্যাপিটালস’ রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি তারকা ক্রিকেটারদের নিয়ে দল ভারী করছে। গত শুক্রবার ঢাকা নিজেদের ডেরায় ইংল্যান্ডের সাবেক বিশ্বকাপজয়ী ব্যাটার অ্যালেক্স হেলসকে দলে নেওয়ার ঘোষণা দেয়। তবে তার অনুরোধে সেই চুক্তিটি স্থগিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। কারণ হিসেবে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী হেলস।
এদিকে, ইতোমধ্যে ঢাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। দেশিদের মধ্যে দলটিতে অন্তর্ভূক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম। এ ছাড়া বিদেশিদের মধ্যে জনসন চার্লস, থিসারা পেরেরা ও আমির হামজাকে নিয়েছে শাকিব খানের দল।