বিমানবন্দর থেকে ফেরত বাফুফের এক কর্মকর্তা!

1

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের ফিফার সদস্যপদ লাভের শতবর্ষ পূর্তি উদযাপনের উপলক্ষ্যে ১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস অনুষ্ঠিত হবে প্যারাগুয়েতে। এতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করার কথা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের। গতকাল ভোররাত চারটার সময় প্যারাগুয়ের ফ্লাইট ছিল তাদের। ফেডারেশন সূত্রের খবর, সভাপতি-সাধারণ সম্পাদক প্যারাগুয়ের ফ্লাইট ধরলেও বিমানবন্দর থেকে ফেরত এসেছেন মাহফুজা আক্তার কিরণ। গতকাল দুপুর থেকে কিরণের বিমানবন্দর থেকে ফেরত আসার খবর ফুটবলাঙ্গনে চাউর হয়। বাফুফে কর্তাদের কেউ এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চান না। কি কারণে যেতে পারেননি এই বিষয়ে অন্য সবার মতো বাফুফে কর্তারাও ধোয়াশায় রয়েছেন। প্যারাগুয়েতে ফিফার সভায় কেন যেত পারলেন না এ নিয়ে ফুটবলাঙ্গনে রহস্যের জন্ম হয়েছে।