নিজস্ব প্রতিবেদক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার সময় মানবপাচারের একাধিক মামলার আসামি ইফতেখারুল আলম রনিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গত শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ইফতেখারুল আলম রনি গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত দেশের শীর্ষ মানবপাচারকারীদের একজন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তারের পর তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গ্রেপ্তার হওয়া ইফতেখারুল আলম রনি ফেনী জেলার বাসিন্দা। তিনি নিয়মিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করেন। গত শনিবার রাত আটটা ৫০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটের যাত্রী ছিলেন রনি। বিমানে ওঠার আগে ইমিগ্রেশন ডেস্কেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত মানবপাচারকারী ইফতেখারুল আলম রনি’র বিরুদ্ধে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে মানবপাচার আইনে মামলা বিচারাধীন আছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও চট্টগ্রামের পতেঙ্গা থানায়ও একই আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে।