পূর্বদেশ ডেস্ক
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে দুটি ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মালামাল উদ্ধার করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চাঁদপুরের মনপুরা এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান (৩৫), লক্ষীপুরের চরমহান এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে মো. শরিফ হোসেন (৪৫), কুমিল্লার চান্দিনার জোড়পুকুরিয়া গ্রামের মৃত রমিজ উদ্দিন হাজির ছেলে নজরুল ইসলাম (৬০) এবং একই উপজেলার দোলায় নবাবপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন (৩৫)। খবর বিডিনিউজের।
বেশ কিছুদিন ধরেই চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কিছু এলাকা যাত্রীদের জন্য আতঙ্কের হয়ে ওঠেছে। বিশেষ করে প্রবাসীরা বাড়ি ফেরার পথে বেশি ডাকাতির কবলে পড়ছেন এবং তারা সর্বশান্ত হচ্ছেন। সেসব প্রবাসীদের ডাকাতদলের চক্র বিমানবন্দর থেকেই ‘টার্গেট’ করে বলে সংবাদ সম্মেলনে জানালেন পুলিশ সুপার নাজির আহমেদ খান।
যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই ডাকাতদলের সদস্য এমন দাবি করে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার বলেন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার ২০-২৫ জনের ডাকাতদল তিনটি গ্রুপে মহাসড়কে ডাকাতি কাজ চালায়। তারা বিমানবন্দর থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রবাসীদের গাড়ি সম্পর্কে তথ্য পায়।
মেঘনা টোল প্লাজা থেকে তারা প্রবাসীর গাড়ির পিছু নেয় এবং নির্জন স্থানে পিকআপ দিয়ে গাড়িটিকে আটকে ফেলে। ছয় থেকে সাতজনের একটি ডাকাতদল ধারালো অস্ত্রশস্ত্রের মুখে প্রবাসীদের জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয়।
পুলিশ সুপার বলেন, চারজন জিজ্ঞাসাবাদে দুটি প্রবাসীর গাড়ির গতিরোধ করে ডাকাতির কথা স্বীকার করেছেন।
২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাগুন করা এলাকায় একই স্থানে একই কৌশলে একজন মালয়েশিয়া প্রবাসী ও কুয়েত প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে।