বিভ্রান্তিকর, ভিত্তিহীন সংবাদ প্রচারে ক্ষোভ

4

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। গতকাল শনিবার দুপুরে সংগঠনটির দলীয় কার্যালয় দোস্ত বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক আবু সুফিয়ান লিখিত বক্তব্যে বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জার টেক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যার হাউজে গিয়ে এনামুল হক এনামের তত্ত¡াবধানে এস আলম গ্রুপের বেশ কিছু গাড়ি নিরাপদ স্থানে পৌঁছাতে সহযোগিতা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বৃহস্পতিবার নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় মীর গ্রুপের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কে বা কারা চাঁদা দাবি করেন। বিএনপির নাম দিয়ে টাকা দাবি করার অভিযোগ পেয়ে এনাম ও আমি (আবু সুফিয়ান) কয়েকজন বিএনপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটিতে যাই। বিএনপির দায়িত্বশীল নেতা হিসেবে চাঁদাবাজদের চিহ্নিত করতেই আমরা সেখানে গিয়েছিলাম। অথচ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে আমরা মইজ্জার টেক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যার হাউজে গিয়েছিলাম। যা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা। আমরা এমন মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এনামুল হক এনাম, দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, লায়ন নাজমুল মোস্তফা আমিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট ফৌজুল আমিন, মফজল আহমদ চৌধুরী, নূরুল ইসলাম সওদাগর, ভিপি মোজাম্মেল (আনোয়ারা), মেজবা উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রফিক, মো. ইসহাক চৌধুরী, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রেজাউল করিম নেছার, মাস্টার মোহাম্মদ লোকমান, রেজাউল করিম রেজা, গাজী আবু তাহের, মোর্শেদুল শফি হিরু, সাইফুদ্দিন আহমেদ, তৌহিদুল আলম, আবদুল মাবুদ, শামশুল আলম, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, দক্ষিণ জেলা ছাত্রদলের আহব্বায়ক রবিউল হোসেন রবি, সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ ফিরোজ প্রমুখ।

কারণ দর্শানো হলো দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে :
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহব্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির আহব্বায়ক এসএম মামুন মিয়াকে কারণ দর্শানো হয়েছে। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি রাতের আঁধারে গোপনে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার ঘটনায় এ কারণ দর্শায় কেন্দ্র। অতি দ্রুত সময়ের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, দক্ষিণ জেলা বিএনপির তিনজনকে শোকজ করা হয়েছে। তারা হলেন জেলা বিএনপির আহব্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহব্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির আহব্বায়ক এসএম মামুন মিয়া। দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত হয়েছি। দ্রুত সময়ের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।