বিভিন্ন স্থানে বর্ষবরণ উদ্যাপন

1

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি:
বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ বরণ উপলক্ষে জেলা শিল্পকলা চট্টগ্রামের উদ্যোগে গত ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ৩দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে। আযোজনের কথামালা পর্বে শুরুতে শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, অতিথি হিসেবে শুভেচ্ছা জ্ঞাপন করেন আব্দুল মান্নান রানা এবং প্রাক্তন জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার। ৩দিনব্যাপী আয়োজনের ১ম দিন ১৩ এপ্রিল বাংলা দিনপঞ্জিতে ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ রবিবার বিকাল ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির ‘অনিরুদ্ধ মুক্ত মঞ্চে’ চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় তবলা প্রশিক্ষক সুদেব কুমার দাশের পরিচালনায় মনোমুগ্ধকর তবলা লহড়া পরিবেশন দিয়ে। সমবেত সঙ্গীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত দল, উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, সুরঙ্গনা বিদ্যাপীঠ, বিশ্বতান, দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি শিশু নৃত্য দল, ঘৃংঘুর নৃত্যকলা কেন্দ্র, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, নৃত্যনন্দন। একক সঙ্গীত পরিবেশন করেন ফরিদ বঙ্গবাসী, ইন্তেখাব আলম মান্না প্রমুখ।

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি:
প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যায় নগরীর ওয়েল পার্কে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ড. মো. মোরশেদুল আলম, প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমানে নির্বাহী সদস্য আহমদ ইমরানুল আজিজ, অর্থ সম্পাদক আ ন ম নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক হোসাইনী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, তথ্য , গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দফতর সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল এবং নির্বাহী সদস্য আকতার কামাল চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী ও এ এম রমিজ আহমদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। নিজেদের আত্মপরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। আবহমান বাংলার আপামর জনসাধারণ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ সাড়ম্বরে উদযাপন করে থাকে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়ের প্রেক্ষাপটে এবারের বাংলা নববর্ষ উদযাপন ভিন্ন মাত্রা যোগ করেছে। সমিতির পক্ষ থেকে সমিতির জীবন সদস্য ও বিভাগ সংশ্লিষ্ট সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান হয়।

শিশু একাডেমি:
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় গত ১৩ এপ্রিল শিশুদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন প্রতিযোগিতা পরিদর্শন করেন।
জাতীয় সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান রনজিত কুমার শীল, একাডেমির কর্মচারী মো. আবদুল খালেক ও প্রশিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বাংলা নববর্ষ উপলক্ষে এবার শিশু একাডেমিতে মোট ৪টি গ্রুপে বিষয় ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযেগিতার বিষয় ছিল ‘ক’ গ্রুপে ১ম-৩য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘গ্রামবাংলার দৃশ্য’,‘খ’ গ্রুপে ৪র্থ-৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলা নববর্ষ’, ‘গ’ গ্রুপে ৭ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বৈশাখী মেলা’ এবং ‘ঘ’ গ্রুপে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ‘ইচ্ছেমত’। এছাড়া ২টি গ্রুপে ৫ম-৭ম ও ৮ম-১০ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘জাতীয় জীবনে নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। আগামীকাল ১৪ এপ্রিল সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য বাংলা নববর্ষের অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। বিজ্ঞপ্তি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার:
গত ১৪ এপ্রিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পালিত হয়েছে পহেলা বৈশাখ। কারাগারের অভ্যন্তরে এক আনন্দমুখর পরিবেশে এ দিনটি উদযাপন করতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্দীরা তাদের দীর্ঘদিনের রুদ্ধদ্বারের জীবন থেকে কিছু সময়ের জন্য বের হয়ে উৎসবে অংশ নেন এবং নানা সাংস্কৃতিক কার্যক্রমে নিজেকে প্রকাশ করেন। এই অনুষ্ঠানে বন্দীরা নাচ, গান, কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী বাংলা নববর্ষের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল জানিয়েছেন, এরূপ সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করে না, বরং এটি তাদের মাঝে নতুন করে সামাজিক দায়িত্ববোধ ও আত্মসম্মান গড়ে তোলে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

মানবাধিকার ফোরাম:
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাংলাদেশের মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বৈশাখী আড্ডা ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ এপ্রিল নগরীর কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জিএম মাহাবুব হোসেন। সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ। প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ আকতার উদ্দিন রানা। বিশেষ অতিথি ছিলেন বাহার কনভেনশন হলের স্বত্বাধিকারী আবদুল্লাহ বাহার এবং সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন রকি। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি জসিম উদ্দিন মিঠুন, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ লোকমান মিয়াসহ আরও অনেকে।

ফুলকি ছোটদের বৈশাখী মেলা :
ফুলকির সুগত প্রসাদ বড়ুয়া মুক্ত মঞ্চে গত শনিবার ছোটদের বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সোনারতরীর সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্যাঞ্জলির শিক্ষার্থীরা নৃত্য পরিববেশন করে। মেলা উদ্বোধন করেন চিত্রশিল্পী খাজা কাইয়ুম।
উপস্থিত ছিলেন ফুলকি ট্রাস্টের সম্পাদক ওমর কায়সার ও সর্বাধ্যক্ষা শীলা মোমেন। অতিথি ক্যানভাসে একটি ছবি এঁকে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এরপর মেলার সকল স্টল ফিতা কেটে উদ্বোধন করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এ কে খান স্মৃতি মিলনায়তনে বসেছিল গল্পরাজ্যের পরিবেশনা।
আজ ১ বৈশাখ সকালটা শুরু হবে সঙ্গীত সংগঠন রক্তকরবীর ভোরের গান পরিবেশনার মধ্য দিয়ে সকাল সামনে সাড়ে ৮টায়। দুপুর ১২টা ও বিকেল ৫টায় থাকবে ফুলকি গল্পরাজ্য প্রকল্পের পরিবেশনায় বাংলার লোককাহিনী ‘তাঁতি ও ঘোড়ার ডিম’এর দুটি প্রদর্শনী।

শাহ মোহছেন আউলিয়া (রাহ.) এয়াকুবিয়া মাদ্রাসা:
বটতলী শাহ মোহছেন আউলিয়া (রাহ.) এয়াকুবিয়া সিনিয়র মাদ্রাসার ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আলোচনা ও আনন্দ শোভাযাত্রা গত সোমবার সকাল ১১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে মাওলানা জানে আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ মুসলিম উদ্দীনের সঞ্চালনায় সভা ও আনন্দ শোভাযাত্রাপূর্ব সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দীন, মাওলানা নেজাম উদ্দীন কাদেরী, মাওলানা সোলেমান আল কাদেরী, মাস্টার হেফজুর রহমান, মাস্টার নাসির আহমদ খান, মাস্টার ওমর ফারুক, শাহেদা বেগম, নাসরিন সোলতানা লাভলী, মাস্টার ইমতিয়াজ আহমেদ ইরফান, মাওলানা নেজাম উদ্দীন প্রমুখ। এতে মাওলানা জানে আলম নিজামী বলেন, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব।
এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। পরিশেষে দেশ জাতির কল্যাণ কামনা করে মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি