পূর্বদেশ ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চট্টগ্রামেও প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে নগরের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে জড়ো হয়ে কিছু ব্যক্তি স্লোগান দেন। আগের দিন রবিবার রাত ৯টার দিকে নগরের মিমি সুপার মার্কেট সংলগ্ন প্রথম আলো কার্যালয়ের সামনে স্লোগান দেন কয়েকজন।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে গতকাল সোমবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন একদল লোক। একই দিন রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে হামলা করে সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতে বগুড়া কার্যালয়েও হামলা করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং প্রথম আলোর কর্মীদের হুমকি ও বিষোদ্গার করা হয়।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন ধরে প্রথম আলোর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছিল একটি চক্র। গত ২৫ অক্টোবর এদের একটি অংশ প্রথম আলোসহ আরও কয়েকটি গণমাধ্যমের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়। তবে ব্যাপক সমালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানের কারণে সেদিন তারা জড়ো হননি। গত বৃহস্পতিবার এবং পরে শনিবার ও রবিবার তারা প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। রবিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।