চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগ : মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আলহাজ আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমলে চট্টগ্রাম বন্দর একদিনের জন্য বন্ধ হয়নি। এ সরকার একটি শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সরকার। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার জয় হলে শ্রমিকদের সুযোগ সুবিধা আরো বাড়বে। তিনি গত বুধবার সকালে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নিমতলা বিশ্বরোড় মাথায় চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগের (সিবিএ) আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তবব্যে একথা বলেন। মেয়র বলেন, শিল্প বাণিজ্য সমৃদ্ধশীল করার জন্য বর্তমান সরকার নানা রকম কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম কর্ণফুলীর তলদেশে ট্যানেল নির্মিত হলে আনোয়ারসহ চট্টগ্রামে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি হবে। এতে যোগ্যতার ভিক্তিতে চাকুরী পাবে। তখন দেশের মানুষকে আর বেকার থাকতে হবে না। প্রধানমন্ত্রী অংগীকার করেছেন আগামীবার সরকার গঠন করতে পারলে শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হবে। তিনি বলেন, রুপকল্প ২০২১ ও রুপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্য দেশের সর্বস্তরে উন্নতি সাধনের জন্য এগিয়ে যাচ্ছে। এই লক্ষে চট্টগ্রাম সীতাকুন্ডু ও আনোয়ারাকে শিল্পাঞ্চল করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। যোগাযোগ সুবিধার্থে চট্টগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ে তৈরী করা হচ্ছে পাকা রাস্তা। এখানে জ্বালানীর পাশাপাশি ভুমি ও শ্রমিক সহজলভ্য হওয়ায় দ্রুত শিল্প নগরীতে রুপান্তরিত হবে দেশের বৃহত্তম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। শিল্পায়নের মাধ্যমে এই নগরী দেশের অর্থনীতিকে আরো ত্বরান্বিত করবে বলে মেয়র প্রত্যাশা করেন। মেয়র আরো বলেন, দেশে দরিদ্রের সংখ্য্ াকমেছে,শিক্ষার হার ও মানুষের গড় আয়ু বেড়েছে। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছে। জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আর ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে ব্যাপক কর্মসুচীর কথা উল্লেখ করে মেয়র বলেন এলক্ষে গ্রামে কাবিখা, ভিজিভি, ভিজিডি, প্রতিবন্ধীও বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ও বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে মানুষের ভাগ্যে পরিবর্তন করা হচ্ছে। দেশের মানুষে আর্থ-সামাজিক মানন্নোয়নে চলমান প্রকল্প অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচলে মেয়র সকলকে নৌকায় ভোট দেয়ার আ্হবান জানান। সংগঠনের সভাপতি মোহাম্মদ মীর নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শফর আলী,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা মোহাম্মদ ইসহাক, কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, শৈবাল দাশ সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইসকান্দর মিয়া, নরুন নবী, পদ্মা অয়েল সিবিএ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আফসার, নুরুল আমিন, যুগ্ম সম্পাদক উৎপল বিশ্বাস, শহিদ উল্লাহ , মোহাম্মদ নাছের, আমিনুল ইসলাম, মো. সোহেল চৌধুরী, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আবুল হাসেম আবুল হোসেন প্রমুখ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারীলীগ : নগরের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)। গত ২৬ ডিসেম্বর সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু চত্বরে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দী এ প্রচারনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পর মেয়রের নেতৃত্বে সিবিএ নেতৃবৃন্দ সহ বান্ডেল সেবক কলোনীতে গণসংযোগ ও সমাবেশ করে। এসময় চসিক শ্রমিক কর্মচারী লীগের সভাপতি ফরিদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী, সহ-সভাপতি মো. ইয়াছিন, রূপন কান্তি দাশ, সাধারন সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, বিপ্লব কুমার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রতন দত্ত, সাংগঠনিক সম্পাদক আবুল মাকসুদ, অর্থ সম্পাদক তারেক সুলতান, আইন বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, সহ-ক্রিড়া সম্পাদক কল্লোল দাশ, প্রচার সম্পাদক সুভাষ চক্রবর্তী, সহ প্রচার সম্পাদক রতন কুমার শীল, সমাজসেবা সম্পাদক বাবুল সেন, মহিলা বিষয়ক সম্পাদক নমিতা বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল : চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম.এ লতিফের পক্ষে জনসভা করেছে জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল নেতৃবৃন্দ। গত বুধবার বন্দর রি-পাবলিক ক্লাবে জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মো. নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ। এতে আরো উপস্থিত ছিলেন নৌকার পদপ্রার্থী এমএ লতিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন মহানগর শ্রমিক লীগের সভাপতি মো. বখতিয়ার, সাধারণ সম্পাদক কাজী মাহবুব হক এটলি, গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, লবন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মতিন মাস্টার। আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের কার্যকরী সভাপতি মো. ফোরকান, শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, সহ-সভাপতি এসএম মহিউদ্দীন, সহ-সভাপতি দস্তগীর, সহ-সভাপতি নাছির চৌধুরী, সহ-সভাপতি জেবুল হক, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, দর কষাকষি সম্পাদক আজাদ চৌধুরী, মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার, কহিনুর বেগম, জিয়াউর রহমান বাবু, নুর আল লিটন, জাহেদুল করিম, বাপ্পি, হাসান, জালাল, আবুল হোসেন প্রমুখ। সভায় এম এ লতিফ বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই। সভায় শ্রমিকলীগ নেতৃবৃন্দ কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদের কাছে বাই রুটেশন পদ্ধতিতে স্টাফ ও শ্রমিক বুকিংয়ের ব্যবস্থা, বহিরাগত শ্রমিকদের দিয়ে কর্মসম্পাদন না করা, শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, যাতায়াতের জন্য লাইফ বোর্ড প্রদান সহ ১৩ দফা দাবি তুলে ধরেন। এসময় কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদের শ্রমিকদের দাবি দাওয়ার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন।
বন্দর থানাধীন ৩৭নং ওয়ার্ড, কাস্টমস, সিমেন্ট ক্রসিং এলাকায় ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী আল্লামা জুবাইরের গণসংযোগ : চট্টগ্রাম-১১ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, অত্র এলাকায় অসংখ্য বাস্তুহারা ছিন্নমুল মানুষের পদচারণা দৃশ্যমান হয়ে থাকে। যাদের মাথা গোজার কোন ঠাঁই নেই। বিভিন্ন বাজার, শপিংমল, মসজিদ-মাদ্রাসার বারান্দা তথা জনবহুল এলাকা সমূহের দোকান পাটের আশপাশস্থ স্থানই এদের একমাত্র অবলম্বন। অনাদর-অবহেলা ও তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হয়ে এসব বনি আদম বিবিধ গর্হিত অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়ে। ফলে সামাজিক সুস্থতা বিনষ্ট হয় প্রতিনিয়ত। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এরাও এদেশের মানুষ। অন্য ১০জন মানুষের মত আনন্দ আহলাদে জীবন যাপন করার এদেরও নাগরিক অধিকার রয়েছে। তাই নির্বাচিত হলে এসব ছিন্নমূল বাস্তুহারাদের পূনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্ট সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বন্দর থানাধীন ৩৭নং ওয়ার্ড, কাস্টমস, সিমেন্ট ক্রসিং এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুর, এসএম আবদুল করিম তারেক, আলহাজ এম আলম, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মহিউদ্দীন, মাওলানা নুরুজ্জামান, সচিব আলহাজ মাওলানা হাসমত আলী তাহেরী, মাওলানা আবদুর রহিম, অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সাদেক হোসেন, হাফেজ মাওলানা আবু তাহের, মোহাম্মদ ইমদাদুল ইসলাম, মোহাম্মদ দিদারুল আলম, মাওলানা লিয়াকত আলী, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ মহিউদ্দীন, মোহাম্মদ মনির উদ্দিন প্রমুখ।
৫নং মোহরা ওয়ার্ড আ.লীগ : চট্টগ্রাম-৮ বোয়ালখালী চান্দগাঁও আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাঈনউদ্দীন খান বাদলের সমর্থনে ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামীলীগের এক নির্বাচনী গণসংযোগ ও পথসভা গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মহানগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা জোবায়রা নার্গিস খান। বিশেষ অতিথি ছিলেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দীন চৌধুরী, যুগ্ম আহবায়ক খালেদ হোসেন খান মাসুদ, অলিদ চৌধুরী, রুবায়েত হোসেন, এসএম কফিল উদ্দীন, নগর যুবলীগের সদস্য নঈম উদ্দীন খান, আবদুল আল মামুন, এস.এম.আলী আকবর, ওয়ার্ড যুবলীগনেতা সঞ্জীব ভট্টাচার্য্য বাবু, মো. সোহেল, মো. ইয়াছিন তারেক, আরাফাত চৌধুরী, রুবেল চৌধুরী, রিমন পাল, শওকত আলী চৌধুরী, রিফাত, মো. আদিল চৌধুরী প্রমুখ। গণসংযোগকালে নেতৃবৃন্দরা আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন কাজ রাখার আহবান জানান।
নুরুজ্জামান নাজির বাড়ী ভোট কেন্দ্রের নির্বাচন কমিটির মতবিনিময় সভা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ৮নং সংসদীয় আসনের আওতাধীন ৪নং চান্দগাঁও ওর্য়াডস্থ নুরুজ্জামান নাজির বাড়ী ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির এক মতবিনিময় সভা অত্র এলাকার নির্বাচন অফিসে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। কেন্দ্র কমিটির আহব্বায়ক এসএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও যুগ্ম আহববায়ক এসএম শাহাবউদ্দিন সজীবের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চান্দগাঁও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহব্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক আলহাজ নুর মোহাম্মদ নুরু, চান্দগাঁও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহব্বায়ক আলহাজ নিজামউদ্দিন নিজু, চান্দগাঁও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহব্বায়ক ও সফল ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, চান্দগাঁও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আইয়ুব খান মো. নুরুল আজিম খান, এসএম সরোয়ারউদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক মোহাম্মদ আবু হানিফ চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহব্বায়ক মো. জসিমউদ্দিন, মো. আমির হোসেন, মো. এসকান্দর মো. আনিসুর রহমান মো. ইকবাল, এম.ইউ মোরশেদ, আবু বক্কর বাচ্চু, সদস্য সচিব গোলাম আয়াজ, ইয়াকুব আলী চৌধুরী, ডিলার ইসলাম, শওকত আকবর রাশেদ, মোজাম্মেল হক, সাফায়াত, শহীদুল আলম, আকিব জাবেদ প্রমুখ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : উন্নয়ন ও অগ্রগতির কথা বিবেচনায় নিয়ে দেশের জনগণ আবারো নৌকা প্রতীকে আশা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সংস্কৃতি কর্মীরা। গত বুধবার মহানগর আওয়াতাধীন সকাল থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ, কোতোয়ালী, বাকলিয়া, বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং, হালিশহর এলাকার সংসদীয় আসনের নৌকা পদপ্রার্থী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ডা. আফসারুল আমীন, এম এ লতিফ এর পক্ষে প্রচারণা পত্র বিলি ও সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র প্রদর্শন ও গণসংযোগকালে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তাঁরা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কাজ এখন দৃশ্যমান, যা সারা বিশ্বে ব্যাপক প্রশংসিত। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। তারা আরো বলেন দেশের গরীব বিধবা এবং তরুন-যুবকদের দিকে তাকালে কোথায় উন্নয়নের ঘাটতি পাবেন না। দেশের কর্মসংস্থান বেড়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এসব বিবেচনা করেই জনগণ নৌকায় ভোট দেবে। গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন চালিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের দু:খ-দুর্দশা লাঘব করেছেন, তা অভূতপূর্ব। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল সংস্কৃতিকর্মীরা ও জনগণ সকল সংসদীয় আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনবে। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, সাধারন সম্পাদক খোরশেদ আলম, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, শিল্পী কাজল দত্ত, দিলীপ দাশ, রুপম মুৎসুদ্দি টিটু, সুজিত চৌধুরী অপু, সংস্কৃতি কর্মী আফরোজা আকতার পবি, শারমিন আকতার শিলা, সামসুন নাহার পপি, মাসুদ উদ্দিন হামেদ নেওয়াজ, সুমন চৌধুরী, তন্ময় বড়ুয়া, সাইফুদ্দিন মাহমুদ, জালাল উদ্দিন রানা, তানভিরুল ইসলাম নাহিদ, আমিরুল ইসলাম রুবেল, কায়সারুল আলম, আবু মোহাম্মদ নোমান, মোহাম্মদ সেলিম উদ্দিন, আশরাফদ্দিন আরজু, মহিবুর রহমান টিটু, কেয়া চৌধুরী, সাহেল আহমেদ, আরিফুর রহমান, জাহাঙ্গীর আলম , সফিকুল ইসলাম সফিক, নারায়ন দাশ, সঞ্জিব চৌধুরী প্রমুখ। আফসারুল আমীনের নগরীর হালিশহর সবুজবাগ, এইচ ব্লক, কে ব্লক, মৌসুমী আবাসিক এলাকা, এম এ লতিফ এর পক্ষে আগ্রাবাদ, মুহুরী পাড়া, দাইয়্যা পাড়া, কমার্স কলেজ রোড, মাঝির ঘাট, মাদারবাড়ী মালুম মসজিদ, ব্যারিস্টার নওফেলের পক্ষে পাথরঘাটা ইকবাল রোড,আশরাফ আলী রোড, খাতুনগঞ্জ, বকশির হাট, দক্ষিণ বাকলিয়া,কোরবানী গঞ্জ, মিয়াখান নগর,বলুয়ার দিঘী, মাস্টারপুল, ঘাট ফরহাদবেগ, খলিফা পট্টি,সিরাজদ্দৌলা রোড, জামাল খান, সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
পাঁচলাইশে মইনউদ্দীন খান বাদলের পক্ষে গণসংযোগ : পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মইনউদ্দীন খান বাদলের পক্ষে নৌকার সমর্থনে চসিক পাঁচলাইশ ৩নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খানের নেতৃত্বে গত ২৬ ডিসেম্বর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়। নগরীর ওয়াজেদিয়া হতে শুরু হয়ে আতুরার ডিপো চত্ত্বরে এসে শেষ হয়। গণসংযোগ পূর্ব সভায় কাউন্সিলর কফিল উদ্দিন খান বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার সুযোগ করে দিন। গণসংযোগে অংশ নেন জাসদ কেন্দ্রিয় স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, চসিক পাঁচলাইশ ৩নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, পাঁচলাইশ ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সিরাজুল আলম, মহানগর যুবলীগ সদস্য আব্দুর রহিম, জাহাঙ্গীর সর্দ্দার, ছাত্র ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জগলুল হায়দার, এসএম রিদুয়ান, মো. লোকমান, মো. শরীফ উদ্দিন, মো. আলাউদ্দীন, এড. মো. হাসান, এস.এম নজরুল, সেলিম উদ্দিন জয়, পাঁচলাইশ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলী সোহেল, আইয়ুব আলী রুবেল, মো. সেলিম, এসএম দিদারুল আলম, মো. মাহবুব আলম, মো. সালাউদ্দিন, মো. মোরশেদ, মো. ইমরান, মো. আজিজ রুমেল, বুলবুল, ফরহাদ হোসেন সয়ন, রাশেদুল ইসলাম আরমান, মো. জোবাইর প্রমুখ।
সনাতনী নাগরিক সমন্বয় পরিষদ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম সনাতনী নাগরিক সমন্বয় পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন গত ২৪ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সনাতনী নাগরিক সমন্বয় কমিটির সদস্য সচিব ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদার। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের আহব্বায়ক ও রাউজানের পৌর মেয়র দেবাশীষ পালিত। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ১৯৭০-৭১ থেকে এ পর্যন্ত সকল নির্বাচনে এদেশের সনাতনী জনগণ স্বাধীনতার স্বপক্ষ শক্তির পক্ষে ভূমিকা রেখেছেন এবং অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেছেন। সময়ে-অসময়ে নির্যাতিত নিগৃহিত হয়েছেন। তারপরও সনাতনী জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ে পিছপা হবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এড. তপন কান্তি দাশ, বর্তমান সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, সাধন ধর, বিদ্যালাল শীল, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, কৃষ্ণ কান্তি দত্ত, লায়ন আশীষ ভট্টাচার্য, প্রকৌশলী আশুতোষ দাশ, মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, রত্নাকর দাশ টুনু, আশীষ চৌধুরী, রতন আচার্য, মহানগর পূজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, ইসকন চট্টগ্রামের সম্পাদক ভক্তিপ্রিয়ম মুকুন্দ গদাধর দাস, হিন্দু মহাজোটের অধ্যাপক রিতেন দাশ, মহানগর সৎসঙ্গের দিলীপ কান্তি দাশগুপ্ত, সনাতনের অশোক চক্রবর্তী লিংকন, সনাতন বিদ্যার্থী সংসদের ইঞ্জিনিয়ার অমিত ধর, জাগো হিন্দুর এড. শৈবাল শীল, শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক লিপটন দেবনাথ লিপু, মহানগর পূজা উদ্যাপন পরিষদ নেতা সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, লিটন শীল, জয় চৌধুরী, রিপন রায় চৌধুরী, দীপ্ত সিংহ, জয় দত্ত, অমিত ঘোষ, উজ্জ্বল মল্লিক, টিটু শীল, শুভ বিশ্বাস, ইমন চৌধুরী, সুদীপ্ত চৌধুরী, অর্পণ ধর, অরিজিত বিশ্বাস, প্রতীক ঘোষ প্রমুখ।