বিভিন্ন প্রতীকের নির্বাচনী প্রচারণা

92

 

মিরসরাইয়ে নৌকার নির্বাচনী জনসভা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মিরসরাই সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ২০০১ সালে বিএপি-জামাত চক্র ক্ষমতায় এসে আমার মিরসরাইতে আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। আওয়ামী লীগের আমলে মিরসরাইতে কোন রাজনৈতিক কর্মী হত্যার স্বীকার হয়নি। নৌকায় ভোট দিয়ে মানুষ শান্তি ও স্বস্থিতে আছে। আগামী নির্বাচনেও মানুষ উন্নয়ন ও শান্তির জন্য নৌকায় ভোট দিবে। তিনি জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে পুনরায় সরকার গঠনের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান। গতকাল রবিবার মিরসরাই ধুম ইউনিয়নের শান্তিরহাটে এক বিরাট নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ একথা বলেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম। ধুম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, জেলা পরিষদ সদস্য আলহাজ জাফর আহমেদ, মো. সেলিম উদ্দিন, জহির উদ্দিন ইরান, জহির উদ্দিন ফরাজী, মো. মোনায়েম হোসেন দুলাল, মির্জা মো. জসিম প্রমুখ।
রাঙ্গুনিয়া আওয়ামী লীগ প্রার্থী ড. হাছান মাহমুদ : রাঙ্গুনিয়ায় আগে শিলক খালের মাঝে ক’টি খুঁটি গেঁড়ে ধানেরশীষের লোকজন ভোটারদের বলতো ভোটের পরে ব্রিজ হবে কিন্তু বাস্তবে বছরের পর বছর চলে যায় ব্রিজ আর হয়না। সেই স্বপ্নও বাস্তবায়ন হয়না। সেই শিলক খালে এখন ৫টি ব্রিজ হয়েছে। রাঙ্গুনিয়ার মানুষকে এখন আর সে স্বপ্ন দেখতে হয়না। গত দশ বছরে রাঙ্গুনিয়ায় মানুষের দাবির চাইতেও বেশি উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে আধুনিক রাঙ্গুনিয়া বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। গত ২৪ ডিসেম্বর উপজেলার শিলক ইউনিয়নের শিলক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুন্নবী সওদাগরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্বজন কুমার তালুকদার, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, বেদারুল আলম চৌধুরী বেদার, সদস্য ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, সমীর চন্দ্র, আরিফুল হক আতিক, ড. হাবিবুল্লাহ রহমান, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুল ইসলাম সরফি, সদস্য আবদুল মান্নান তালুকদার, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান স্বপন, শিলক ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু তাহের, শহিদুল্লাহ চৌধুরী আইয়ুব খান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুছ, বদিউল খায়ের লিটন চৌধুরী প্রমুখ।
সীতাকুন্ড ১নং সৈয়দপুর ইউনিয়ন আ.লীগের কর্মী সমাবেশে : সীতাকুন্ড তথা সারা দেশ ব্যাপি যে উন্নয়নের মহাকর্মযজ্ঞ চলছে তারাই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। কারণ নৌকা মার্কা হলো স্বাধীনতা ও উন্নয়নের প্রতিক, নৌকা মানি শান্তি, নৌকা মানি দেশের সমৃদ্ধি। গত সোমবার উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে আয়োজিত নৌকা প্রতিকের কর্মী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজউদ্দোলা বিএসসি‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনা কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নৌকা মনোনিত প্রার্থী আলহাজ দিদারুল আলম এমপি। তিনি বলেন, গত পাঁচ বছরে আমি অশান্ত সীতাকুন্ডকে শান্তির সীতাকুন্ডে পরিণত করেছি,সামনে আপনাদের সহযোগিতায় নির্বাচিত হলে এরই ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানায়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, সহ-দপ্তর সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরি, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, আবুল হাসেম ভুইয়া, মহিউদ্দিন আহমেদ মনজু, সাঈদ মিয়া, রতন মিত্র, হারুন, বোরহান উদ্দিন, সঞ্জীব রেডডী, আবু বক্কর, প্রতাপ নাথ, সাহাব উদ্দিন আহাম্মেদ, মেজবা উদ্দিন রানা, আকরুজ্জামান বুববুল প্রমুখ।
পটিয়া যুবলীগ: পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন, হাবিলাসদ্বীপ, সেন হাটের বিভিন্ন ওয়ার্ডে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এম এ রহিমের নেতৃত্বে পটিয়া উপজেলা যুবলীগের টিম হাবিলাসদ্বীপ ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে পটিয়া থেকে মহাজোট মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ শামসুল হক চৌধুরীর সমর্থনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ শেষে সেন হাটস্থ নির্বাচনী ক্যাম্পে ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, উক্ত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম। এতে উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আজগর আলী বাহাদুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, উপ-দপ্তর সম্পাদক রহিম উদ্দিন পিপলু, সহ-সম্পাদক সারোয়ার মোর্শেদ, বোরহান আকবর, দীপংকর তালুকদার, সদস্য দিদারুল ইসলাম, আব্দুল্লাহ আল মকিম,শফিউল আজম বাদশা, বিক্রম জিৎ মিত্র, রাজীব বসু, সুজন বসু, মহেন্দর সুমন, দাশ গুপ্ত, মোহাম্মদ রাসুল, বোরহান উদ্দিন, হাসান চৌধরী, মোহাম্মদ সেলিম প্রমুখ।
গণসংযোগকালে মঈনউদ্দীন চৌধুরী হালিম:
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম বলেছেন, স্মরণাতীতকাল থেকেই পটিয়া জাতীয় ইতিহাসের এক গর্বিত অংশীদার। দেশের এযাবতকালের সকল আন্দোলন-সংগ্রামে এ উপজেলাবাসীর বিরোচিত ভুমিকা মোটেও বিস্মৃত হবার নয়। গত ২৪ ডিসেম্বর পটিয়ার মালিয়ারা, মহিরা, বাঘখাইন, নিচিন্তাপুর এলাকায় গনসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে গনসংযোগে অংশগ্রহণ করেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন, দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি স ম হামেদ হোসাইন, সহ সাধারণ সম্পাদক স ম শওকত আজিজ, পটিয়া উপজেলার সহ সভাপতি জামাল উদ্দীন চৌধুরী, সাধারন সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, আলহাজ হারেছ উদ্দীন দৌলতী, মাওলানা নুরুল আলম, মাওলানা আব্দুন নুর, আবু নোমান বাদশা, হাফেজ মুহাম্মদ ইলিয়াছ, হাফেজ মুহাম্মদ মোরশেদ, আলহাজ্ব মুহাম্মদ ইছহাক, মুহাম্মদ আবুল হাশেম, তসলিম উদ্দীন, মুহাম্মদ তারেকুল ইসলাম তানিম, আব্দুর রহমান, হাফেজ মোহাম্মদ সাদেক ও মুহাম্মদ হায়দার আলী প্রমুখ।
হাটহাজারীতে লাঙ্গল মার্কার সমর্থনে নির্বাচনী সভা : হাটহাজারীর চৌধুরীহাটে একটি কমিউনিটি সেন্টারে গত ২৪ ডিসেম্বর মহাজোটের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের লাঙ্গল মার্কার সমর্থনে এক নির্বাচনী সভা ডা. বিজয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে ও রিমন মুহুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব কানু দাশ। সভায় প্রধান অতিথি ছিলেন অমর নাথ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ইউপি চেয়ারম্যান হাসান জামান। মুখ্য আলোচক ছিলেন সাবেক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবির চৌধুরী, ডা. অশোক কুমার দেব, বিশ্বনাথ চৌধুরী, মিলন চৌধুরী, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ, অনুপ ঘোষ টিটু, কল্যাণ পাল ও মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিটন দাশ, সুমন চৌধুরী, পুলক সরকার, ডা. রাজেশ দেব, এড. স্বরূপ পাল, রঞ্জন চৌধুরী সজল, অরুণ চৌধুরী, বনানী মজুমদার, শিখা চৌধুরী, প্রবাল ঘোষ দেবু, সঞ্জয় ঘোষ, রবিন শীল, নটরাজ চৌধুরী, নুরুল আবছার, শিমুল দাশ, উজ্জ্বল দাশ, সৌমেন চৌধুরী রাজু, সৌমেন ঘোষ বিলাশ, সাধন দাশ, জিকু শীল প্রমুখ।
সীতাকুন্ড লাঙ্গল প্রতীকের প্রচারণা : অবহেলিত সীতাকুন্ডের উন্নয়ন ও বেকারমুক্ত আলোকিত সীতাকুন্ড গড়তে চট্টগ্রাম-৪ সীতাকুন্ডে আসনে লাঙ্গলে ভোট চেয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন জাপা প্রার্থী কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব দিদারুল কবির দিদার। গত ২৪ ডিসেম্বর উপজেলার ফৌজদারহাট, ভাটিয়ারী ও মাদামবিবির হাট এলাকায় দলীয় নেতাকর্মীকে নিয়ে প্রচারণা চালান তিনি। প্রচারণাকালে দিদারুল কবির পল্লী বন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে ও বর্তমান সরকারের সফলতাকে চলমান রাখতে ৩০ ডিসেম্বর লাঙ্গলে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান। প্রচারণাকালে উপস্থিত ছিলেন জাপা কেন্দ্রিয় কমিটির সদস্য শফিকুল ইসলাম দুলাল, উত্তর জেলা জাপা সহ-সভাপতি নুরনবী, মহানগর জাপা সহ-সভাপতি সালামত আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. ফছিউল আলম, উপজেলা জাপা সহ-সভাপতি ওমর ফারুক হোসাইন, পৌর জাপা সাধারণ সম্পাদক শওকত আলী, মো. ইদ্রিস, শক্তিপদ রায় প্রমুখ।
সন্দ্বীপে নৌকার প্রার্থী মিতার পক্ষে প্রচারণা : চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মহাজোট মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতার পক্ষে প্রচারণায় নেমেছেন তার পরিবারের সদস্যরা। গত তিন দিন ধরে সন্দ্বীপ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের পাশাপাশি মিতার পরিবারের সদস্যরাও নৌকার পক্ষে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রার্থীর পরিবারের সদস্যদের নির্বাচনী মাঠে পেয়ে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত, প্রচারণায় সৃষ্টি করেছে নতুন মাত্রা। মাহফুজুর রহমান মিতার সহধর্মিনী মাহমুদা মাহফুজ লাকী বলেন, আমার শ্বশুর সাবেক এমপি মুস্তাফিজুর রহমান সন্দ্বীপের মানুষকে ভালবাসতেন। বিগত ৫ বছর আমার স্বামীও সন্দ্বীপের ব্যাপক উন্নয়ন করেছেন। তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সুযোগ দিতে নৌকায় ভোট চাই। এছাড়া মাহফুজুর রহমান মিতার ছোট ভাই জিল্লুর রহমান ও তার ভগ্নিপতি আমিনুল হক বাচ্চু উপস্থিত ছিলেন।
আনোয়ারা-কর্ণফুলী আসনের ধানের শীষ প্রার্থী সরওয়ার জামাল : আনোয়ারা-কর্ণফুলী আসনের ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন। আনোয়ারা-কর্ণফুলীসহ সারাদেশে ধানের শীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। মামলা-হামলা করে ধানের শীষের বিজয় কেউ ঠোকাতে পারবেনা। তিনি প্রশাসনের উদ্দেশ্যে সকল প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ দেয়ার আহব্বান জানান। আগামী ৩০ ডিসেম্বর বিএনপি নেতাকর্মীদের নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে কোনো অপশক্তি নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে। গতক সোমবার বিকেলে বটতলী শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার জিয়ারত শেষে এক নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম আবুল কালাম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, আবু ছাদেক, রফিকুল ইসলাম খোকা, রফিক ডিলার, জসীম উদ্দিন, মো. জাগির, জামাল উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মইয়ুম, মো. হারেছ, জিয়াউদ্দিন জিয়া, মো. মোরশেদ, মো. সেলিম, শহিদুল ইসলাম সায়েম, মো. ইউচুপ প্রমুখ।
হাটহাজারী ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ নঈমুল ইসলাম : চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ নঈমুল ইসলাম গত ২৪ ডিসেম্বর সকালে সহশ্রাধিক নেতাকর্মী নিয়ে পায়ে হেটে হাটহাজারী ফতেপুর ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯নং ওয়ার্ডসহ কুলাল পাড়া, বড়ুয়া পাড়া, চবি ক্যাম্পাসে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে মুহাম্মদ নঈমুল ইসলাম বলেন, শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে মাদকাসক্তি ও অপরাধে জড়াচ্ছে। বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিনাসুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদানের ব্যবস্থা নিবেন বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি তিনি গ্রামের প্রত্যেক পরিবারের একজন সদস্যের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবেনও বলেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ আবুল হাশেম, মাওলানা আবুল কালাম শাহ আল আমেরী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলান আবু তালেব আল কাদেরী, মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা মুহাম্মদ শরিফ, ফয়সাল করিম চৌধুরী, শফিউল আলম, মুহাম্মদ শফি, মুহাম্মদ জগির, মুহাম্মদ সবুর, হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ নুরুল আলম, হেলাল উদ্দীন, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ আলাউদ্দীন, সাহাবউদ্দীন, মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ মুরশেদ, মুহাম্মদ ফুরকান উদ্দীন, জানে আলম সুমন, হাফেজ মহিউদ্দীন , হাফেজ নুরুল ইসলাম, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ নাফিজ, মামুন, হাফেজ মিনহাজ, ইকবাল, কাউছার, রিয়াদ, রুবেল, সাইফুল, জিয়াউল হক, জাগির, নাছির, করিম, শহিদুল, হাফেজ মুহাম্মদ আলী প্রমুখ।
ফটিকছড়িতে নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল মাইজভান্ডারীর পক্ষে প্রচারণা : অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়িতে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল মাইজভান্ডারীর পক্ষে নির্বাচনী প্রচারণা উপলক্ষে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগেরের আয়োজনে এক কর্মী সভা গত সোমবার ফটিকছড়ি কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান রুপুর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ১৪ দলীয় জোট নেতা নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দির মুহুরী, সাবেক উপজেলা চেয়ারমান আফতাব উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আলম সিকদার, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, ইউপি চেয়ারমান আব্দুল কাইয়ুম, আবু তালেব চৌধুরী, আব্দুল হালিম, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ, ছাত্রলীগ নেতা সাহেদুল আলম, মাঈনুল করি, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানবির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু শোয়াইব।
নাজিরহাট : নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক এবং আধুনিক ও সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতিকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী। গতকাল সোমবার সকালে উপজেলার মাইজভান্ডার শরীফের নিজ বাস ভবনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সন্ত্রাসনির্ভর প্রতিহিংসার রাজনীতি নয়। রাজনীতি হউক দেশের কল্যাণ এবং গণমানুষের ভাগ্যোন্নয়নে এ প্রতিপাদ্যকে ধারন করে মানবিক ফটিকছড়ি গড়তে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহবান জানান তিনি। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৩ ডিসেম্বর বাগানবাজার, হেঁয়াকো, নারায়নহাট, দাঁতমারা ও কাজীরহাটে নির্বাচনী গণসংযোগ চলাকালে কাজীরহাট বাজারে তাঁর গাড়ী বহর সন্ত্রাসী হামলার স্বীকার হয়। ৭০-৮০ জনের এক দল স্থানীয় সন্ত্রাসী নৌকায় ভোট মারো, মোমবাতি ঠেকাও বলে স্লোগান দিয়ে হামলা করে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ৩০ ডিসেম্বর ফটিকছড়িবাসী মোমবাতি প্রতীকে ব্যালটের মাধ্যমে রায় দিয়ে এর প্রতিশোধ নিবেন। এসময় তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষনণা করেন। সেখানে তিনি বলেন বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক, নিরক্ষরতা দুরীকরণ, বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসনের সাথে সমন্বয় করে ইউনিয়ন ভিত্তিক সেল গঠন করা হবে। সরকারী বেসরকারী বিভিন্ন দফতরে সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহন কল্পে প্রতিমাসে এলাকা ভিত্তিক গণশুনানীর মাধ্যমে জনগনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যেগ নেয়া হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা সৈয়দ মুহাম্মদ সাহাবুদ্দিন, মাষ্টার আবুল হোসেন, মনজুর আনোয়ার, আজিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি