বিভিন্ন উপজেলায় মৎস্য সপ্তাহ পালিত

96

সন্দ্বীপ : মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মৎস সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সন্দ্বীপ উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে পুকুরে মাছের পোনা অবমুক্ত করন শেষে উপজেলা আব্দুল হাকিম অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হুদা। উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা আব্দুর রব এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. ফজলুল করিম, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খসরু, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, আজিমপুরের আব্দুল আজিজ প্রমুখ। বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ন সম্পূর্ণ। এছাড়াও মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ চতুর্থ স্থানে অবস্থান করছে। তার ধারাবাহিকতা রক্ষার্থে ও সচেতনতা বৃদ্ধিতে আগামী এক সপ্তাহে আরো বিভিন্ন কর্মস‚চি গ্রহণ করা হয়েছে যেমন, সেরা মৎস্য চাষী ও উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান ইত্যাদি। সন্দ্বীপ মৎস্য অফিসের তথ্য অনুযায়ী গত বছর স›দ্বীপে ইলিশ ধরা হয়েছে ১৭৫৬ মেট্টিকটন, পুকুরে মাছ উৎপাদন হয়েছে ৩৮০২ মেট্টিকটন। মৎস্য সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানে সকল মৎস্য চাষী, মৎস্য আহরনকারী, আড়ৎদার ও বিভিন্ন মৎস্য ব্যবসায়ীদের অংশগ্রহনের আহবান জানিয়েছেন উপজেলা মৎস কর্মকর্তা এমদাদুল হক।

সীতাকুন্ড : গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গণে র‌্যালির, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন।উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে ও কাজী ছাব্বির আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরি, উপজেলা মৎস্য কর্তকর্তা মো. শামীম আহমদ ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম। বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠ ও পূর্বদেশ সীতাকুন্ড প্রতিনিধি জাহেদুল আনোয়ার চৌধুরী, মৎস্যজীবি মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, উপেন্দ বাবু ও ইপসার প্রতিনিধি মহসিন মিয়া। অনুষ্ঠানের এক ফাঁকে প্রধান অতিথি এসএম আল মামুন উপজেলা পুকুরে মাছের পোনা ছেড়ে অবমুক্ত করেন।


রাউজান : রাউজানে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্যজীবিদের মাঝে কার্ড বিতরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপিত হয়েছে। গত ১৮ জুলাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এহসান মুরাদের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তোফায়েল আহমেদ, সাবেক কমান্ডার আবুল হাসেম, ডেপুটি কমান্ডার রেজাউল করিম, থানা সেকেন্ড অফিসার নুর নবী ও ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। উপজেলা মাঠ কর্মকর্তা রুবেল কান্তি দে এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মৎস্যচাষী এড. শফিউল আজম, উপজেলা মাঠ কর্মকর্তা বোরহানুল হক চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন,অলক বিকাশ বড়–যা, নোয়াজিষপুর ইউনিয়নের মৎস্যকর্মী মোহাম্মদ হেলাল প্রমুখ।


বোয়ালখালী : গত ১৮ জুলাই বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার। যুব উন্নয়ন ক্রেডিট সুপার ভাইজার মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, পৌর আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. সুলতান আহমদ ও থানার উপ-পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন। এর আগে মৎস্য সেক্টরের সম্বৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি শীর্ষক স্লোগানে বর্ণাঢ্যর‌্যালি ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।


দীঘিনালা : গত ১৮ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার মাছ চাষিদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. কাশেম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জওহর লাল চাকমা, মৎস্যজীবী লীগের খাগড়াছড়ি শাখা সাধারন সম্পাদক মো. বিলাল হোসেন, দীঘিনালা উপজেলা মাছ চাষি সমবায় সমিতির সভাপতি দীপংকর প্রশাদ চাকমা ও সাধারন সম্পাদক মো. মমিন। স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা বলেন, উপজেলায় মাছের চাহিদা ১হাজার ৮শত মেট্রিক টন, উৎপাদন হয় ১হাজার ৬শত ৫৪ মেট্রিক টন, ঘাটতি ১শ ৪৬ মেট্রিক টন। উপজেলা নিবন্ধনকৃত মাছ চাষি ১ হাজার ২৬জন তাদেরকে পর্যায়ক্রমে উন্নত প্রশিক্ষন দিলে মাছ উৎপাদনের ঘাটতি থাকেনা।


সাতকানিয়া:মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতকানিয়া উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সাতকানিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, পৌর যুবলীগের আহবায়ক আইয়ুব চৌধুরী, উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, প্রাণিসম্পদ অফিসার আরিফ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন, মো. এনামুল হক।


পূর্বাহ্নে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজ শিক্ষার্থীর অংশগ্রহনে এক র‌্যালী উপজেলা ও পৌরসদরের বিভিন্ন গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মৎস সম্পদকে সমৃদ্ধ ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা আহবান জানিয়ে মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, বর্তমান সরকার মৎস্য সম্পদকে সমৃদ্ধ করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।