জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা আজ নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। সকাল ১০টায় চার দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান।
টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নিচ্ছে। নির্ধারিত সময় সকাল ৯টায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে নোয়াখালী জেলা বনাম কক্সবাজার জেলা এবং সাড়ে ১০টায় রাঙামাটি জেলা বনাম খাগড়াছড়ি জেলা এবং বঙ্গমাতায় সকাল ৯টায় কুমিল্লা জেলা বনাম খাগড়াছড়ি ও সাড়ে ১০টায় বান্দরবান জেলা বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে।