বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল সম্পন্ন, আজ ফাইনাল

53

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ৪টি খেলা গতকাল সকালে এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
খেলার বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলা দল ৪-০ গোলে বিশাল ব্যবধানে কুমিল্লা জেলা দলকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ২-১ গোলে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে।
অপরদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফেনী জেলা দল ৪-২ গোলে চট্টগ্রাম জেলা দলকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ২-১ গোলে চাঁদপুর জেলা দলকে পরাজিত করে।
উভয় টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফেনী জেলা দল বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা দল এবং সকাল ১০টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলা দল বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা দল মুখোমুখি হবে।
একই সময়ে উভয় টুর্নামেন্টের ৩য় স্থান নির্ধারণী খেলা আজ এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন প্র্যাকটিস মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বঙ্গমাতা টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দল বনাম চাঁদপুর জেলা দল এবং সকাল ১০টায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে কুমিল্লা জেলা দল বনাম চট্টগ্রাম জেলা দল মুখোমুখি হবে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, উপস্থিত থাকবেন। এতে জেলার সকল ক্রীড়ামোদীদের খেলা উপভোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।