বিভাগীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট ফাইনালে চট্টগ্রাম

20

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় ফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা। গতকাল কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম জেলা ৬ উইকেটে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে।
টসে জিতে সুনামগঞ্জ আগে ব্যাট করে ২৯.৩ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়। চট্টগ্রামের আতিক বিন দেলওয়ার ১১ রানে ৪টি, সজীব ১৪ রানে ২টি ও সাজেদ ১০ রানে ২টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামের ৩ জন ব্যাটসম্যান (রায়িদ, রোকোনুল ও রাকিবুল) শূন্য রানে আউট হয়। তবে ইমাম উদ্দিন (২০*), আতিক (৫) ও সাজেদ (১৫*) এর ব্যাটিং দৃঢ়তায় চট্টগ্রাম সহজ জয় পেয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করে। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আতিক বিন দেলওয়ার।
আজ কুমিল্লা ও ফেনীর মধ্যকার ম্যাচের বিজয়ীর সাথে আগামী ৪ নভেম্বর ফাইনাল খেলবে চট্টগ্রাম।