‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপঞ্জি অনুযায়ী আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা গতকাল ২৮ জানুয়ারি নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উদ্বোধন করা হয়। ৫ দিন ব্যাপী এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ২২টি কলেজ টিম নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার পাশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), এস. এম গিয়াসউদ্দিন বাবর ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম। এছাড়াও চট্টগ্রামের ফুটবল অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ, চাঁদপুর ১-০ গোলে কবির হাট সরকারি কলেজ, নোয়াখালীকে পরাজিত করে।