বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি থেকে হাফিজের পদত্যাগ

1

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করেছেন মোঃ হাফিজুর রহমান। জাতীয় ক্রীড়া পরিষদের(এনএসসি) সচিব মো. আমিনুল ইসলামের কাছে পাঠানো পদত্যাগ পত্রে তিনি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে তাকে মনোনীত করায় এনএসসি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু বিভাগীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২৩.২ মোতাবেক এ্যাডহক কমিটির কার্যক্রমের সময়সীমা ৯০ (নব্বই) দিন হলেও গত ২৩/০১/২০২৫ তারিখে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির ১ম সভার পর ৯০ (নব্বই) দিন গণনা করা হলে গত ২৩/০৪/২০২৫ তারিখে এ্যাডহক কমিটির মেয়াদ পূর্ণ হয়। বিভাগীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২৩.২ এর নির্দেশনা অনুযায়ী পরবর্তী কমিটি গঠনকল্পে যথাসময়ে নির্বাচন কমিশন গঠিত হয়নি এবং নির্বাচনও অনুষ্ঠিত হয়নি। এমতাবস্থায়, পরবর্তীতে আইনী জটিলতা এড়াতে তিনি স্বেচ্ছায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য পদ হতে গতকাল ১৫/০৫/২০২৫ তারিখে পদত্যাগ করেন।
এ ব্যাপারে বরেণ্য ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান বলেন, ঐতিহ্যবাহী বিদ্যাপীট সেন্ট প্লাসি’িস স্কুল, কমার্স কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখা, তিন দশকেরও অধি সময় ধওে সরকারি চাকরি এবং একই সাথে সিজেকেএ’র নির্বাহী সদস্য, যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্বও পালন করেছি যথাযথ নিয়ম ফলো করে। জীবন সায়াহ্নে এসে কাজ না করে মেয়াদ শেষ হওয়ার পরেও চেয়ার ধরে বসে থাকার মত অনৈতিক কাজ করতে আমার বিবেকে বাধছে। তাই, পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।