বিবিরহাট বণিক কল্যাণ সমিতির নির্বাচন

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির সদরে বিবিরহাট বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইলিয়াস ও পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর মো. বেলাল উদ্দিন। গত রবিবার
ভোট গ্রহণ শেষে রাত ১১টায় উপজেলা সমবায় অফিসার ও নির্বাচনের রিটানিং অফিসার আব্দুল শহিদ ভূঁঞা ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায়ী ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন। অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে নাজমুল আলম (তারেক), যু. সম্পাদক পদে এনামুল হক সিকদার, সহ-সাধারণ সম্পাদক পদে ইয়াকুব মানিক, অর্থ সম্পাদক পদে খোরশেদ আলম, শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে হাসানুল করিম রাকিব, সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোবারক হোসেন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক পদে একরাম উদ্দিন, দপ্তর সম্পাদক পদে আজাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে জামশেদুল ইসলাম, শহিদুল রহমান, আব্দুল আজিজ।
বিবিরহাট বাজারে ৩ হাজারের বের্শি ব্যবসায়ী থাকলেও লাইসেন্স নবায়ন না করার কারণে এ নির্বাচনে ভোটার ছিল ১ হাজার ৪ শত ৪০ জন।