ফটিকছড়ি প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফয়সল মাহমুদ ফয়জী বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি-জামায়াত যুগপৎ আন্দোলন একসাথে করেছি ঠিকই। তবে জামায়াতের আমির সহ শীর্ষ পর্যায়ের কিছু নেতৃবৃন্দ প্রথমে আকারে-ইঙ্গিতে এবং পরে প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। কাজেই জামায়াতের সাথে আমাদের ঐক্য হওয়ার সম্ভাবনা আর নেই।
২৫ অক্টোবর দুপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা চট্টগ্রামের ফটিকছড়ি বিবিরহাটে প্রচারপত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
হাইকোর্ট ডিভিশনের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী আরো বলেন, ফটিকছড়ি আসনে কাউকে দল থেকে মনোনয়নের বিষয়ে গ্রিন সিগনাল দেয়া হয়নি। যারা ফেসবুকে আলাহামদুরিল্লাহ্ লিখছেন, তারা মূলত বিভ্রান্তি ছড়াচ্ছেন। দল থেকে কাজ করতে বলেছেন, কাউকে সবুজ সংকেত দেয়া হয়নি।
তিনি বলেন, দুঃসময়ে ফটিকছড়িতে আমরা নেতৃত্ব দিয়েছি। যেসব নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের পক্ষে রাজপথে প্রতিবাদ করেছি। তবে ফেসবুকে প্রচার করিনি।
এ সময় উপস্থিত ছিলেন- চেয়ারম্যান শহিদুল আজম, ফটিকছড়ি পৌরসভা বিএনপি সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম আবু মনছুর প্রমুখ উপস্থিত ছিলেন।











