গত ১৮ জানুয়ারি বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, চট্টগ্রাম মহানগর শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার দেয়াল সংলগ্ন কমরেড সিরাজ সিকদারের গ্রাফিতি মোছা ও অবমাননার পরিপ্রেক্ষিতে নগরীর ষোলশহর রেলস্টেশনে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল ষোলশহর রেলস্টেশন থেকে ২ নম্বর গেট পর্যন্ত ঘুরে পুনরায় ষোলশহর রেলস্টেশনে এসে সমাপ্ত হয়। বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের কর্মী-সংগঠকেরা ষোলশহর রেলস্টেশনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে সমাবেশ শুরু করে বিপ্লবী শ্রমিক আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রাকিব উদ্দিন। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ঈশা দে’র সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। বিজ্ঞপ্তি