বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর জন্মদিন উদ্যাপন

1

উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা এবং চট্টগ্রাম যুব বিদ্রোহের অকুতোভয় সৈনিক, সাবেক আইন পরিষদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী’র ১১৫তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। গত ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, জন্মদিনের কেক কাটা, স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন। বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন শ্যামল কুমার পালিত ও মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুলাল কান্তি মজুমদার, অধ্যাপক হারাধন নাগ, আশুতোষ সরকার, প্রকৌশলী উদয় শেখর দত্ত, সুভাষ দাশ, অজিত কুমার আইচ, অধ্যাপিকা বিজয় লক্ষী দেবী, বিশ্বজিৎ পালিত, সুভাষ দাশ, ডা. গৌতম চৌধুরী, সুমন কৃষ্ণ দাশ, অজিত কুমার দাশ, বাসনা দাশ, অ্যাড. রুবেল পাল, চন্দন চৌধুরী, শক্তিপদ চৌধুরী, অনুপ রক্ষিত, হরিপদ চৌধুরী বাবুল, অনুরাজ দাশগুপ্ত, অঞ্জন ভট্টাচার্য্য, বিপুল কান্তি দত্ত, সজল চৌধুরী, রিমন মহুরী, অধ্যক্ষ জনার্দ্দন বণিক, অধ্যাপক শিপুল দে, চন্দন মজুমদার, চন্দন কুমার দত্ত, সুমন চন্দ্র নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি