নিজস্ব প্রতিবেদক
নিজ শহরে চিটাগং কিংসকে বরণ করে নিয়েছে সমর্থকরা। সিলেট পর্ব শেষ করে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় বিমানে করে চট্টগ্রামে পৌঁছায় কিংস। এ সময় কিংস সমর্থকরা ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় দলকে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিপিএল চট্টগ্রাম পর্ব শুরুর দিনেই সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম কিংস। এ ছাড়া আগামীকাল ১৭ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে, ১৯ জানুয়ারি ফরচুন বরিশাল, ২০ জানুয়ারি দুর্বার রাজশাহী এবং ২২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে কিংস। এরই মধ্যে ৪ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে সামির কাদের চৌধুরীর দলটি।
এদিকে ঢাকা পর্ব শেষে গত ৬ জানুয়ারি থেকে শুরু হয় বিপিএলের সিলেট পর্ব শেষ হয় ১৩ জানুয়ারি। এই রাউন্ডে বড় রদবদল হয়েছে পয়েন্ট টেবিলে। ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা রংপুর নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। সাত ম্যাচে সাত জয়। রংপুর এখন বিপিএলের সপ্তম স্বর্গে। নুরুল হাসান সোহানের দলটা প্লে অফের দিকে এক পা দিয়ে রেখেছে বলাই যায়। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সেরা চারে থেকে প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি।
ঢাকার প্রথম পর্বে ২ ম্যাচ থেকে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করা চিটাগং কিংস সিলেটে দুই ম্যাচ খেলে দুইটিতে জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চিটাগং কিংসের সমান পয়েন্ট থাকার পরও নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা রয়েছে তিন নম্বরে।